নজরবন্দি ব্যুরোঃ ২০২৪ এর নির্বাচনের দিকে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় সূত্রে খবর, চলতি মাসেই বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনের আগেই এই বদলের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে। ২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদলে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় কেউ জায়গা হারাতে পারেন? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Amit Shah: ফাঁকা মাঠে গোল দিতে আসছেন বিজেপির চাণক্য, কেষ্টহীন বীরভূমে আশঙ্কার মেঘ!
জানা গেছে, নতুন বছরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে জেপি নাড্ডার। ২০২৩ সালে একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন রয়েছে। সবটা মাথায় রেখেই এই বদল আনতে চলেছে মোদি সরকার। সূত্রের খবর, মন্ত্রীদের সংখ্যা বাড়ানোর কথা যেমন ভাবা হচ্ছে, তেমনই মন্ত্রী পদে থাকা সদস্যদের অদলবদল করা হতে পারে। এমনটাও জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী নির্বাচিত হতে পারে?

সূত্রের খবর, ২১ সালে মোদির মন্ত্রীসভায় বিরাট রদবদল হয়েছিল। বাংলা থেকে সেই সময় মন্ত্রীপদ খুইয়েছিলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। পরিবর্তে মোদি মন্ত্রীসভায় জায়গা হয়েছিল জন বার্লা, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার এবং নিশীথ প্রামাণিক। এখন আবার মোদি মন্ত্রীসভায় বদল হলে কারা জায়গা পাবেন? কারা বাদ পড়বেন? এই প্রশ্ন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।
সূত্রের খবর, চলতি বছরে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, তেলঙ্গানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী দিনে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে মোদি মন্ত্রীসভায় বিরাট বদল আনতে চলেছে গেরুয়া শিবির। সেক্ষেত্রে মন্ত্রীদের পারফরম্যান্সের ওপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেটা দেখেই কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে সদস্যদের বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাংলা থেকে মোদি মন্ত্রীসভায় কেউ বাদ পড়তে পারেন?
২৪ আগে মোদি মন্ত্রীসভায় রদবদল, নতুন মন্ত্রীসভায় কারা প্রাধান্য?

কারণ, আগামী লোকসভা নির্বাচনে বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি। তাই গত বছরের শেষেই একাধিক প্রকল্পের সুচনা সহ বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের ব্যাখা, ২৪ এর নির্বাচনকে মাথায় রেখে বাংলা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্ত্রীসভায় জায়গা দেওয়া হতে পারে। বাকি সাংসদদের মধ্যে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খাঁদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এবিষয়ে এখনই মুখ খুলতে নারাজ দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা।