নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী পাঁচ দিন ধরে প্রচারের কথা রয়েছে তাঁর। মিঠুন চক্রবর্তীর সফরসঙ্গী হওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে সফর বাতিল করলেন বিজেপি সভাপতি। বরং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে যাবেন তিনি। মহাগুরুর যাত্রায় সঙ্গী বদল, তবে কী শুভেন্দু এবং সুকান্তর মধ্যে যে ফাটল নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, সেই ক্ষতে প্রলেপ দিতেই এই পদক্ষেপ?
আরও পড়ুনঃ CV Ananda Bose: রাজ্যপাল পদে শপথ নিলেন সিভি আনন্দ বোস, ধনকড়ের যোগ্য উত্তরসূরী চাইছে বিজেপি
উল্লেখ্য, গতকাল সুকান্ত আসতেই বিধানসভা ছাড়লেন শুভেন্দু। বেরোনোর সময় তিনি ঘনিষ্ঠ মহলে জানান, অনেক কাজ আছে, তাঁর পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। এরপরই বিধানসভায় এসে ঢোকেন সুকান্ত মজুমদার। বিজেপির ঘরে তখন হাতেগোনা কয়েকজন বিধায়ক। অধিকাংশ বিধায়ক বিধানসভার ভিতর।

এরপরে শুভেন্দুর উদ্দেশ্যে প্রশ্ন করা হয়, আপনি এলেন শুভেন্দু বেরিয়ে গেল কি বলবেন? আমার আসতে কিছুটা দেরি হয়ে গেছে। এক টায় আসার কথা ছিল। মিহির গোস্বামীকে শুভেন্দু দায়িত্ব দিয়ে গেছে। হাইকোর্টে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে বলে শুভেন্দু বেরিয়ে গেছেন। এরপরের প্রশ্ন, আপনাকে ফোন করেছিল? উত্তরে সুকান্ত বলেন, না। ফোনে আমাদের মধ্যে কোন কথা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা, সম্প্রতি বঙ্গ বিজেপিতে একাধিক শিবির নিয়ে আলোচনা শুরু হয়েছে। কোন শিবির এগিয়ে? এবং কোন শিবির পিছিয়ে? তা নিয়েও ঠান্ডা লড়াই শুরু হয়েছে মুরলীধর সেন লেনের অন্দরে। এরই মধ্যে গতকাল বিধানসভার মধ্যে ঘটে যাওয়া ঘটনা বঙ্গ বিজেপির দ্বন্দ্বের আগুনে ঘৃতাহুতি দেয়। তাই মিঠুনের সঙ্গে ছেড়ে রাজ্যপালের সাক্ষাত সারতে চাইছেন সুকান্ত মজুমদার। একইসঙ্গে রাজনৈতিক মহলে বিশেষ বার্তাও দিতে চাইছেন তিনি।
মহাগুরুর যাত্রায় সঙ্গী বদল, থাকছেন জ্যোতির্ময় মাহাতো

আজ থেকে দক্ষিণবঙ্গের একধিক জায়গায় প্রচার সারার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর। ২৭ নভেম্বর অবধি দক্ষিণবঙ্গ জুড়ে প্রচার সারবেন তিনি। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। বুধবার মিঠুনের সফরসঙ্গী হচ্ছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।