নজরবন্দি ব্যুরোঃ শুধু মাঠে ফুটবল নয়, অন্যান্য ক্ষেত্রেও তিনি তাঁর ক্যারিশমা দেখিয়ে দর্শকমহলের মন জয় করেছেন এতদিন। টিভি বিজ্ঞাপনে লিওনেল মেসিকে (Messi Actor) অনেকবার অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু সেলুলয়েডে এইপ্রথম অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটল আর্জেন্টিনার (Argentina) সেই বিশ্বখ্যাত ফুটবল জাদুকরের।
আরও পড়ুনঃ রাস্তা অবরোধ করবেন না, থানায় থানায় অভিযোগ করুন, আর্জি মমতার
আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে অভিনয় করেছেন মেসি। তাঁর অভিনয় দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। আর্জেন্টিনার মানুষ এই অভিনয়কে দারুণভাবে গ্রহণ করেছেন।

মেসির (Messi) অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ। এর পুরো ভিডিও দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত। লস প্রটেক্টরসের দ্বিতীয় সিজনের বেশিরভাগ শুটিং হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ারস ও ফ্রান্সের প্যারিসে। এই টিভি সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো অভিনয় করলেন মেসি।
সিনেমায় অভিষেক মেসির, সেলুলয়েডে এবার লিও ম্যাজিক দেখবে আর্জেন্টিনা
শুটিং শুরুর আগে নিজের নতুন পরিচয়কে সামনে রেখে চওড়া হাসি দেন মেসি। তাঁকে সাদরে স্বাগত জানান টিভি সিরিজের অন্যান্য অভিনেতারা। মেসিকে এই সিরিজের বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সব থেকে প্রাসঙ্গিক বিষয়, মেসির সুবিধের জন্যই শুটিং করা হয়েছে প্যারিসে, কারণ তিনি পিএসজি-তে খেলেন। যখন তিনি বুয়েনস আয়ারসের রোজারিও গ্রামে এসেছিলেন, সেইসময়ও শুটিং করা হয়েছিল।