Abhishek Banerjee: পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা, স্পষ্ট জানালেন অভিষেক

Abhishek Banerjee: পঞ্চায়েতে তৃণমূলের মুখ হোসেনুল-মঞ্জুদেবীরা, স্পষ্ট জানালেন অভিষেক
Abhishek Banerjee on TMC Panchayet Election Candidates

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত স্তর থেকে বুথ স্তরে একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত স্বচ্ছতার নজির গড়তে গিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়তে তৃণমূলকে। এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে নিয়মিত তুলোধনা করছে বিরোধী দলগুলি। এমত অবস্থায় কেশপুরের সভা থেকে আগামীর তৃণমূল নিয়ে বিশেষ ঘোষণা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। আগামী দিনে পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা। স্পষ্ট করলেন তিনি।

আরও পড়ুনঃ Abhshek Banerjee: কোনও দাদার তল্পীবাহকতা করে প্রার্থী হওয়া যাবে না, স্পষ্ট বার্তা অভিষেকের

এদিন হোসেনুল নামের এক ব্যক্তিকে মঞ্চে ডাকেন অভিষেক। তখন সমাবেশ থেকে অভিষেক বলেন, আমি যখন শুনলাম ১৯ জানুয়ারি কেন্দ্রীয় টিম কেশপুরে এসেছে, তখন আমি নিজে একটু যাচাই করে দেখি। আমি খোঁজ নিয়ে দেখলাম এখানে একজন ভদ্রলোক আছেন সেখ বসিরুদ্দিন। এই লোকটিকে দেখে মনে হয় চোর। এনার বাড়ির জন্য নাম এসেছে, এনাকে পঞ্চায়েত থেকে বলা হয়েছে সমস্ত নথি জমা করবেন। ইনি বলেছেন আমি বাড়ির টাকা নেবো না। তার কারণ, আমার এক ছেলে রয়েছে মেয়ে রয়েছে।

পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা, কাদের মঞ্চে দেখালেন অভিষেক? 
পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা, কাদের মঞ্চে দেখালেন অভিষেক? 

ওই ব্যক্তির হয়ে অভিষেক বলেন, আমার ১ লক্ষ ৩০ হাজার টাকার বাড়ি বানাতে গেলে আমার ৩ লক্ষ টাকা বাড়তি খরচ হবে। আমি মেয়ের বিয়ে দিতে পারব না। এই হচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি। এখন আপনারা ভাবছেন কেন আমি ওনাকে ডাকলাম? কারণ, এই ধরনের লোক আগামী দিনে পঞ্চায়েতে তৃণমূলের মুখ হতে চলেছে। এই লোকেদের আমরা স্বীকৃতি দেবো। শুধুমাত্র এটা পশ্চিম মেদিনীপুরের জন্য নয়, এটা বাংলার জন্য। এমনকি ওই ব্যক্তির মেয়ের বিয়ের দায়িত্ব নেন অভিষেক। কোনও দাদা আপনাদের এনাদের কথা বলেছিল?

এরপরেই কেশপুরের গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জু দলবেরাকে ডাকেন তিনি। বুথ সভাপতি ও স্বামী অভিজিৎ দলবেরাকে ডাকেন অভিষেক। জনগণের উদ্দেশ্যে মন্তব্য, তৃণমূল ক্ষমতায় আসার পর ১০ বছর ধরে ইনি বুথ সভাপতি। যারা দেখায় এ তৃণমূলের বুথ সভাপতি পঞ্চায়েত সদস্য ফুলে ফেঁপে উঠেছে, এই দুই জনকে দেখে কি মনে হয়ে আপনাদের? অভিজিৎ দলবেরার মায়ের নামে আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়েছিল। মঞ্জুদেবী পঞ্চায়েতে গিয়ে বলেছেন, আমি গ্রাম সদস্য আমার স্বামী বুথ সভাপতি, তৃণমূলের সদস্য আমি ঘর নেবো না। এমনকি ছবিও দেখালেন জনগণের উদ্দেশ্যে। বললেন একটু যদি বৃষ্টি হয় চাল চুঁইয়ে জল পড়ে।

পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা, কাদের মঞ্চে দেখালেন অভিষেক? 

পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা, কাদের মঞ্চে দেখালেন অভিষেক? 
পঞ্চায়েতে তৃণমূলের মুখ হসিরুদ্দিন-মঞ্জুদেবীরা, কাদের মঞ্চে দেখালেন অভিষেক? 

পঞ্চায়েত সদস্য মঞ্জুদেবী বলেন, ওই টাকা আমাদের কোনকাজে লাগবে না। বরং টাকা নিয়ে বাড়ি করতে গেলে আরও বেশী টাকা খরচ হবে। তাই বাড়ি নিইনি। বরং এতে সমস্যা হবে। এটাই তৃণমূলের আগামী দিনের মুখ জানালেন অভিষেক। দল পাওনার আবড়ি করে দেবে। জানালেন অভিষেক। এই ধরনের বুথ সভাপতি বাংলা জুড়ে তৈরি করতে হবে। স্পষ্ট করলেন অভিষেক।