নজরবন্দি ব্যুরো: নবান্নে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। সম্পর্কের দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি দুই মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে নির্ধারিত সময়ের আগেই কলকাতায় পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা রওনা দেন নবান্নের উদ্দেশ্যে। দিল্লির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বাংলার মুখ্যমন্ত্রী। কি কি নিয়ে আলোচনা হল বৈঠকে!
মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান কেজরিওয়াল। তাঁর সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ নেতা রাঘব চাড্ডা ও অতসী মারলেনা। তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দোলা সেন ও সুজিত বসু। সেখান থেকে সরাসরি নবান্নে যান অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির নেতারা। ফুলের তোড়া দিয়ে সকলকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিন মুখ্যমন্ত্রী এবং আপের সাংসদদের নিয়ে শুরু হয় বৈঠক।
দিল্লির সরকারের প্রশাসনিক আমলাদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরও রাজ্যসভায় অর্ডিন্যান্স পাশ করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এনিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে বলেই খবর। বৈঠক শেষে কেজরিওয়ালকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সেখানেই তিনি বলেন, “একমাত্র সুপ্রিম কোর্ট পারে দেশকে বাঁচাতে।’ পাশাপাশি সকল বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার আবেদন জানান তিনি।

এদিন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে আপ সুপ্রিমো বলেন, “একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার আমাদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। শীর্ষ আদালতের নির্দেশ আমাদের পক্ষে যেতেই এক সপ্তাহের মধ্যেই অর্ডিন্যান্স নিয়ে এল।” আজই বিকেলের বিমানে দিল্লির ফিরবেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক নবান্নে, বিজেপিকে নিশানা দিল্লির মুখ্যমন্ত্রীর
