Kuntal Ghosh: সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ
Kuntal Ghosh went Supreme Court

নজরবন্দি ব্যুরোঃ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কুন্তলের এই মামলার শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে। সোমবার মামলার শুনানি শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ Sukanta Majumder: প্যারসুট নিয়ে নেমেছেন, অভিষেকের কর্মসূচি নিয়ে কটাক্ষ সুকান্তর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে আলিপুর আদালতে এবং হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ও তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ। গত ১৩ এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ওই চিঠির প্রেক্ষিতে প্রয়োজনে কুন্তল এবং অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং ইডি। এমনকি অভিষেকের শহিদ মিনারের সভার বক্তব্যও তদন্তের বাইরে রাখা উচিত নয়। পর্যবেক্ষণের এই অংশটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়ে যান অভিষেক। এ বার কুন্তলও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন।

Kuntal Ghosh: সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ
সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, আগামীকাল মামলার শুনানি 

এর আগে অবশ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল। মঙ্গলবার অবধি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামীকাল মামলার শুনানি রয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এবার সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট?

সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, আগামীকাল মামলার শুনানি 

Kuntal Ghosh: সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ
সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল, আগামীকাল মামলার শুনানি 

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এমনকি সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বইতে শুরু করেছিল। পরে অবশ্য আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ স্থগিত রাখা হয়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুন্তল ঘোষের করা মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়? সেটাই দেখার।