Sukanta Majumder: প্যারসুট নিয়ে নেমেছেন, অভিষেকের কর্মসূচি নিয়ে কটাক্ষ সুকান্তর
Sukanta Majumder said Abhishek Banerjee dropped in Politics

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল কোচবিহারে উপস্থিত হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ থেকে রাজ্যজুড়ে ৬০ দিন ধরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘোষণার পর থেকেই সুর চড়িয়েছে বিরোধীরা। এবার অভিষেকের সভা নিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ Kaliaganj: নির্যাতিতার পরিবারের বয়ান নেওয়া হয়নি, তদন্তের অভিমুখ বদলাতে চায় পুলিশ?

সাংবাদিকদের মুখোমুখি হয়েছে সুকান্ত জানিয়েছেন, বাংলার জনগনকে উনি জানেন না, চেনেন না। প্যারসুট নিয়ে নেমেছেন। বাংলার মাটি কি কোনদিন দেখেননি। গ্রামেও কোনদিন যাননি। এখন যাচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে। কোটি কোটি টাকা খরচ করে বাসভাড়া হয়েছে। প্যান্ডেল হচ্ছে, তাঁবু হচ্ছে। ফাইভ স্টার তাঁবু তৈরি হবে।

Sukanta Majumder: প্যারসুট নিয়ে নেমেছেন, অভিষেকের কর্মসূচি নিয়ে কটাক্ষ সুকান্তর
প্যারসুট নিয়ে নেমেছেন, সুকান্তর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা 

তৃণমূলের তরফে জানানো হয়েছে, জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ তারিখ থেকে শুরু হবে কর্মসূচি। কোচবিহার থেকে শুরু হয়ে এই মিছিলও চলবে সাগর অবধি। রাজ্যের মানুষের সঙ্গে মত বিনিময় করে তৃণমূল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ করবেন তিনি। প্রতিদিন ৩ থেকে ৪ টি ব্লক স্তরের নেতাদের নিয়ে কর্মীসভা করবেন তিনি। এরপর ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে দলের প্রার্থী।

পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক অভিযোগে জর্জরিত রাজ্যের শাসক। একাধিক অভিযোগের পাল্টা যুক্তি দিতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকেই। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে সাড়া পড়ে গেছে। ইতিমধ্যেই যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, সেখানকার নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।

প্যারসুট নিয়ে নেমেছেন, সুকান্তর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা 

Sukanta Majumder: প্যারসুট নিয়ে নেমেছেন, অভিষেকের কর্মসূচি নিয়ে কটাক্ষ সুকান্তর
প্যারসুট নিয়ে নেমেছেন, সুকান্তর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা 

অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি নিয়ে বলেন, আমার দল বাংলায় তিন বার ক্ষমতায় এসেছে, এবং পরবর্তী বিধান সময় রয়েছে। আমি আমার বাড়িতে আরামে বসে থাকতে পারতাম, কিন্তু আমি এই কর্মসূচি করবার সিদ্ধান্ত নিয়েছি কারণ জনগণের প্রতি দায়িত্ব নির্বাচনী সর্বোত সরবরাহ করা অত্যন্ত প্রয়োজনীয়, এবং এর জন্য আমি এখানে আপনাদের সকলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি।