নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা। করোনার বিরুদ্ধে দীর্ঘকালীন লড়াই জেতার একমাত্র পথ ব্যাপক হারে টীকাকরণ। একথা বারবার বলছেন বিশেসজ্ঞ ও চিকিৎসকেরা। এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই দেশে অক্সিজেনের সাথেই ব্যাপক হারে অভাব দেখা যাচ্ছিল ভ্যাকসিনের। চাহিদার তুলনায় জোগান অনেক কম থাকায় বারবার ভ্যাকসিন ড্রাইভে ধাক্কা খেতে হচ্ছিল রাজ্যগুলিকে। এমন অবস্থায় রাজ্যগুলি ভ্যাকসিনের দাম কমাতে বা বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার জন্য কেন্দ্রকে বারবার অনুরোধ করতে থাকে।

আরও পড়ুনঃ নিউটাউন এনকাউন্টারে নয়া মোড়, উঠছে দুষ্কৃতিদের পাকিস্তান যোগের ইঙ্গিত

এদিকে গত সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এবার সমগ্র দেশবাসীকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। প্রসঙ্গত গতকাল টিকার আকাল থাকার জন্য কলকাতায় বন্ধ ছিল কোভিশিল্ডের টিকাকরণ। কলকাতায় টীকার যোগান কম থাকায় একপ্রকার টিকাকরণে ধাক্কা লাগে।তারই মধ্যে কলকাতা পুরসভা ঘোষণা করে আধার কার্ড হাতে নিয়ে 45 বছর বা তার বেশি বছর বয়সীরা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র গেলে টিকা পাবেন। এছাড়াও সুপারস্পেডারদের মেগা সেন্টারগুলি থেকে টিকা দেওয়া হবে। ভ্যাকসিন অন হুইলস এবং ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি যথারীতি চলবে। আমরা যারা সেন্টার গুলি থেকে ভ্যাকসিন নিতে চাইবেন তারা সেইভাবেই টিকা নিতে পারবে। তবে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই করোনার টিকা নিয়ে সংকট দেখা দিয়েছিল বাংলা জুড়ে। টীকার জোগান নিয়ে কেন্দ্রকে বহুবার আক্রমন শানায় রাজ্য।

এরই মধ্যে এক নয়া তথ্য কঠিন পরিস্থিতির মধ্যেও আনন্দ দিয়েছে রাজ্যবাসীকে। মেট্রো শহরগুলির মধ্যে টীকা প্রদানে প্রথম স্থানে রয়েছে তিলোত্তমা কলকাতা। আজ সংবাদ পত্রিকার খবরের ছবিসহ এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে ভ্যাকসিনের নিরিখে কলকাতায় এগিয়ে।। সেখানে আরও লেখা রয়েছে টিকাদানে মেট্রো শহরের মধ্যে তিলোত্তমাই প্রথম। অনেকে কমেন্ট করেছেন তাঁর এই পোস্টটিতে।

নয়া পালক তিলোত্তমার মুকুটে, ভ্যাকসিন প্রদানে মেট্রো শহরগুলিতে প্রথম কলকাতা। একজন লিখেছেন কলকাতার মত আমডাঙা বিধানসভা কেন্দ্রের ভ্যাকসিন এর ব্যবস্থা করলে ভালো হয়। এখানে গ্রামীণ হাসপাতালে খুব ভিড় হচ্ছে মারপিট হচ্ছে। আবার কেও লিখেছেন গ্রেট অ্যাচিভমেন্ট ‌। একজন লিখেছেন আপনি আছেন কলকাতা সুরক্ষিত আছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

Lifestyle and More...