Vicky-Katrina: ঊর্ধাঙ্গ অনাবৃত, সুঠাম ভিকিকে অশ্লেষে জড়িয়ে স্ত্রী ক্যাটরিনা! উল্লসিত অনুরাগীরা

ঊর্ধাঙ্গ অনাবৃত, সুঠাম ভিকিকে অশ্লেষে জড়িয়ে স্ত্রী ক্যাটরিনা! উল্লসিত অনুরাগীরা
Katrina Kaif Holds Husband Vicky Kaushal Close As They Enjoy Pool Time

নজরবন্দি ব্যুরোঃ সেলিব্রিটি হবেন আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেন না তা কখন হয়! ভক্তদের খুশি করতে সেলিব্রিটিরা তো এমন করেই থাকেন। ছবি তো নয়! একমুঠো আগুন যেন! তারই আঁচে সকাল সকাল পুড়ল নেটমাধ্যম! সৌজন্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। সুইমিং পুলের জলে ভেজা নবদম্পতির উষ্ণ ছবিতে উত্তাল অনুরাগী মহল!

আরও পড়ুনঃ রাতারাতি বড়লোক হলেন মৎস্যজীবী, জালে উঠল বিশাল আকার-এর এক ইলিশ

ঊর্ধাঙ্গ অনাবৃত ভিকির। খোলামেলা পোশাকে ভিজে সারা ক্যাট-ও। আদরে, সোহাগে তো বটেই, তীব্র আশ্লেষে জড়িয়ে স্বামীর শরীর। যেন গোটা দুনিয়াকে জোর গলায় জানান দেওয়া, ‘চারপাশে অনন্ত উত্তাপ ছড়ানো এ মানুষটি শুধু আমারই’!

ঊর্ধাঙ্গ অনাবৃত, সুঠাম ভিকিকে অশ্লেষে জড়িয়ে স্ত্রী ক্যাটরিনা!

Katrina Kaif, Vicky Kaushal Make Headlines As They Arrive At A Star-Studded Bash; See Pictures - India Ahead

ক্যাপশনেও তো ঠিক তা-ই লিখেছেন ভিকির ঘরনি! ‘আমি এবং আমার‘!

রাজস্থানের দুর্গে জমকালো বিয়ের দেদার ছবি ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। মাঝে ক’দিন দেখা নেই। কিছু দিন আগের মধুচন্দ্রিমায় অল্পস্বল্প ছবি দেন ভিকি-ক্যাটরিনা। ফের সব চুপ। অতঃপর শনিবার সাতসকালেই ইনস্টাগ্রামে বোমা ফাটিয়েছেন সিক্তবসনা সুন্দরী।

Untitled design 2021 12 07T153813.310

তার পরে যা হওয়ার তা-ই! অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছে ইনস্টাগ্রাম। ‘সবুরে মেওয়া ফলে’ কি একেই বলে!