নজরবন্দি ব্যুরোঃ প্রায় দীর্ঘ এক বছর আন্দোলন চলার পর অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন (Farm Laws) প্রত্য়াহার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গুরুনানক জয়ন্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েই সকলকে চমকে দিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ কোন ৩টি কৃষি আইন বাদ হতে চলেছে, কি বিতর্ক এই আইন নিয়ে
আর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana Ranaut)। বরং এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ। এদিন ইনস্টাগ্রামে কঙ্গানা লিখেছেন, ‘তবে কি এ বার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে।
নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জেহাদি দেশ হয়ে গেল।’ এর পর মোদীর সিদ্ধান্তে প্রকাশ্যেই আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন, ‘দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প।’ ইন্দিরার (Indira Gandhi) ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন শুভ জন্মদিন ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার’।
‘এ দেশে একমাত্র একনায়কতন্ত্রই সেরা বিকল্প’ কৃষি আইন বাতিল নিয়ে বিস্ফোরক কঙ্গানা
প্রসঙ্গত, এ দিন জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই বলেন, “আজ গুরুনানকের জন্মবার্ষিকী। আমরা বরাবরই কৃষকদের সুবিধার কথা ভেবেই কাজ করেছি। কৃষকদের মঙ্গল কামনা করেই কৃষি আইন আনা হয়েছিল। কিন্তু বহু চেষ্টা করেও কিছু সংখ্যক কৃষককে আমরা বোঝাতে পারিনি। তাই আমরা এই তিন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”