নজরবন্দি ব্যুরোঃ কমতে পারে পাটের দাম। দিল্লিতে কেন্দ্রিয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দাম কমতে পারে। তাঁর কথায়, আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করতে পারে কেন্দ্র। তবে কী এবার অর্জুনের মানভঞ্জনে সক্ষম হলেন পীযুষ গোয়েল? প্রশ্ন রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ Kunal Ghosh: আত্মহত্যার মামলায় ‘দোষী’ কুণাল, শাস্তি মুকুব করল আদালত
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রের পাট শিল্প নীতি এবং চটকলগুলির দুরাবস্থা নিয়ে সরব হয়ে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন খোদ কেন্দ্রিয় বস্ত্রমন্ত্রী পী্যুষ গোয়েল। এমঙ্কি কেন্দ্রিয় সরকার পাটের উর্ধ্বসীমা প্রত্যাহার না করলে আন্দোলনের হুশিয়ারি দিয়েছিলেন তিনি। এর জন্য সমর্থন চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন থেকেই অর্জুনের তৃণমূলে যোগদানের জল্পনা প্রবল হয়।
তড়িঘড়ি অর্জুন সিংকে তলব করেন পী্যুষ গোয়েল। বৈঠক করেন বস্ত্রসচিবের সঙ্গেও। তখনই মনে হয়েছিল অর্জুনের মানভঞ্জন হল। কিন্তু তা হয়নি। পরবর্তীতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। বলেছিলেন ৯ মে ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্তের পরেই নিজের পরবর্তী কর্মসূচি স্থির করবেন।
সেদিনের বৈঠকে ডাকা হয়নি অর্জুন সিংকে। তখন থেকেই তাঁর তৃণমূল যোগের জল্পনা তীব্র হয়েছিল। মনে করা হয়েছিল এবার অর্জুনের তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা। মঙ্গলবার রাতেই ফের বস্ত্রমন্ত্রীর তলব অর্জুনকে। বুধবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপরেই অর্জুনের মুখে এধরনের মন্তব্য।
পাটের দাম কমতে পারে, অর্জুন বিজেপিতে থাকছেন?

তবে কী তৃণমূলে যোগদান করবেন অর্জুন সিং? এর উত্তর সময় দেবে। এমনটাই দাবী করে তৃণমূল যোগের জল্পনা জিইয়ে রাখলেন তিনি।