নজরবন্দি ব্যুরোঃ এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই সোনা পেল ভারত। এই নিয়ে ৬টি সোনা জিতল দেশ। পুরুষদের ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক পেলেন সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল এবং অর্জুন সিং চিমা। মাত্র ১ পয়েন্ট কম থাকায় কিন্তু চিনকে এই ইভেন্টে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল।
আরও পড়ুনঃ এশিয়ান গেমসের চতুর্থ দিনে ফের সোনা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
প্রসঙ্গত, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মোট ছ’টি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে তিন জন শুটার একটি করে শট নেন। ভারতের হয়ে সরবজ্যোৎ তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭ ও ৯৮। অর্জুন স্কোর করেন যথাক্রমে ৯৭, ৯৬, ৯৭, ৯৭, ৯৬ ও ৯৫। ভারতের তৃতীয় প্রতিযোগী চিমা তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ ও ৯৫। সব মিলিয়ে পয়েন্ট হয় ১৭৩৪। চিনের শুটারদের মিলিত পয়েন্ট ভারতের চেয়ে মাত্র ১ কম।
এশিয়ান গেমসে ভারতীয় শুটাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছেন। ভারত এখন পর্যন্ত শুটিংয়ে ১৩টি পদক জিতেছে। অন্যদিকে, ভারত মোট পদক জিতেছে ২৫টি। এর মধ্যে অর্ধেকের বেশি পদক এসেছে শুটিংয়ে। ভারতীয় শুটাররাও চারটি স্বর্ণপদক জিতেছে, যেখানে ভারত মোট ছয়টি স্বর্ণপদক জিতেছে।
এশিয়ান গেমস থেকে এল ষষ্ঠ সোনা, চিনকে টেক্কা দিয়ে বাজিমাত ভারতের
আজ ফাইনালের শুরুটাও কিন্তু খুব একটা মনের মতো হয়নি ভারতের। প্রথমে খুবই কম পয়েন্ট আসছিল ভারতের তিন শুটারের ঝুলিতে। তা সত্ত্বেও শেষে গিয়ে দ্রুত অনেকগুলি পয়েন্ট তুলে নেন সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল এবং অর্জুন সিং চিমা। যার ফলেই কিন্তু এল এই সোনা। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের মোট ২৫টি পদক এসেছে। যার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ।
