টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও বাকি নেই। তার আগেই শনিবার ঘোষণা হতে চলেছে ভারতের বিশ্বকাপ স্কোয়াড। এই দলই পরবর্তী সময়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। ফলে আসন্ন সিরিজ়টিকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছে ভারতীয় শিবির।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়ে সূর্যকুমার যাদবদের পারফরম্যান্স বিচার করেই দল বাছাই করবেন নির্বাচকেরা। কারা সুযোগ পাবেন, আর কারা বাদ পড়বেন—সেদিকেই এখন নজর ক্রিকেটমহলের।

মুম্বইয়ে বৈঠকে বসছে নির্বাচক কমিটি
শনিবার সকালে মুম্বইয়ে বৈঠকে বসবে জাতীয় নির্বাচক কমিটি। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর শনিবার সকালেই মুম্বই পৌঁছবেন কোচ ও অধিনায়ক। এই বৈঠকেই বিশ্বকাপের পাশাপাশি নিউ জ়িল্যান্ড সিরিজ়ের জন্য দল চূড়ান্ত করা হবে।

কখন ঘোষণা হতে পারে দল
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, শনিবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ বিশ্বকাপের দল ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় এবং তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দলও জানানো হতে পারে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন অজিত আগরকর ও সূর্যকুমার যাদব।

বিশ্বকাপের প্রস্তুতিতে কেন গুরুত্বপূর্ণ নিউ জ়িল্যান্ড সিরিজ়
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়কে বিশ্বকাপের আগে শেষ বড় পরীক্ষা হিসেবে দেখছেন কোচ গৌতম গম্ভীর। এই সিরিজ়েই কম্বিনেশন, ব্যাটিং অর্ডার এবং বোলিং বিকল্প নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপে ভারতের চ্যালেঞ্জ
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০টি দেশ। ভারত বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় খেতাব ধরে রাখার বড় চ্যালেঞ্জ থাকবে সূর্যকুমারদের সামনে।
ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস। শক্তিশালী গ্রুপে জায়গা করে নেওয়ায় শুরু থেকেই চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর।








