20th জানুয়ারি, 2026 (মঙ্গলবার) - 11:27 অপরাহ্ন
18 C
Kolkata

৩–০ হওয়ার কথা ছিল, উল্টে সিরিজ হার! গম্ভীর জমানায় কোথায় গলদ? আঙুল তুললেন রাহানে

নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজ হারার পর গম্ভীর জমানায় টিম ইন্ডিয়ার দিশা নিয়ে প্রশ্ন। অতিরিক্ত পরিবর্তনকেই ব্যর্থতার মূল কারণ বললেন অজিঙ্ক রাহানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হোম কন্ডিশনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩–০ সিরিজ জয়—এই ছিল প্রত্যাশা। বাস্তবটা ঠিক উল্টো। শক্তিহীন বলে বিবেচিত নিউজিল্যান্ডের কাছেই ১–২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারল ভারত। আর সেই হার ঘিরেই প্রশ্নের মুখে নতুন কোচিং সেট-আপ। গৌতম গম্ভীরের জমানায় ভারতীয় দলের এই ভরাডুবির কারণ ঠিক কোথায়—এবার প্রকাশ্যেই তা তুলে ধরলেন অজিঙ্ক রাহানে।

নিউজিল্যান্ড সিরিজ হারের পর থেকেই ক্রিকেট মহলে ‘গেল গেল’ রব। অনেকেই ধরেই নিয়েছিলেন, এটি আসলে নিউজিল্যান্ডের ‘এ’ বা ‘বি’ মানের দল। সেই দলকেও ঘরের মাঠে সামলাতে পারল না ভারত। এই ব্যর্থতার পর ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অজিঙ্ক রাহানে স্পষ্ট করে বলেন,
“শেষ ন’টি ম্যাচের মধ্যে ভারত পাঁচটিতে হেরেছে। এর প্রধান কারণ একটাই—অতিরিক্ত পরিবর্তন।”

রাহানের মতে, বড় টুর্নামেন্ট বা বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষানিরীক্ষা করতেই পারে টিম ম্যানেজমেন্ট। কিন্তু তার মধ্যেও ক্রিকেটারদের দরকার নিরাপত্তা ও স্বচ্ছতা। তিনি বলেন,
“কোন ফরম্যাটে কাকে খেলানো হবে, সেটা যদি ঠিক করা হয়, তাহলে সেটা স্পষ্ট করে বলা দরকার। খেলোয়াড়রা জানতে চায়, তাদের ভূমিকা কী।”

গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং এবার নিউজিল্যান্ডের কাছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কোন দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া? এই প্রসঙ্গে গৌতম গম্ভীর-এর কোচিং দর্শন নিয়েও শুরু হয়েছে চর্চা।

তবে সমালোচনার মাঝেও আশার আলো দেখছেন রাহানে। তাঁর মতে, ফলাফল ঘুরে দাঁড়াতে পারে, যদি যোগাযোগ ও স্থিতিশীলতা বজায় থাকে।
“কঠিন প্রশ্ন আসবেই। এটা স্বাভাবিক। কিন্তু সঠিক প্রক্রিয়া মেনে চললে ফল পাওয়া যাবে,” বলছেন তিনি।

রাহানে আলাদা করে উল্লেখ করেছেন ভক্তদের প্রসঙ্গও। ভারতের ম্যাচ মানেই স্টেডিয়াম ভর্তি দর্শক। সেই সমর্থকদের সামনে ঘরের মাঠে হার মানা ক্রিকেটারদের মনেও নেতিবাচক প্রভাব ফেলে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে হোম কন্ডিশন কাজে লাগানো নিয়ে। রাহানের কথায়,
“ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা—প্রত্যাশা ছিল ৩–০ জয়। সব খেলোয়াড়কে সম্মান রেখেই বলছি, এই দলটাকে হারানো উচিত ছিল। কিন্তু বাস্তবে উল্টোটাই হল।”

তবে সামনে সুযোগও দেখছেন তিনি। ২০২৬ সালের জুলাইয়ের আগে ভারতের আর কোনও ওয়ানডে নেই। এই দীর্ঘ বিরতিকে কাজে লাগিয়ে দল গঠনে নতুন করে ভাবার সময় এসেছে বলেই মত রাহানের।
“কোন খেলোয়াড়দের ফেরাতে চাইছ, কাদের নিয়ে এগোবে—এগুলো এখনই ঠিক করতে হবে। হাতে এখনও সময় রয়েছে।”

প্রশ্ন একটাই—রাহানের এই সতর্কবার্তা কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট কানে তুলবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading