5th জানুয়ারি, 2026 (সোমবার) - 11:29 অপরাহ্ন
11 C
Kolkata

আন্দোলনে উত্তাল ইরান, তেহরান এড়াতে ভারতীয়দের কড়া সতর্কবার্তা দিল কেন্দ্র

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। তেহরানে অশান্তির আবহে ভারতীয়দের সতর্ক থাকতে ও জরুরি কাজ ছাড়া সফর এড়াতে নির্দেশ কেন্দ্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করল ভারত সরকার। সোমবার প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত জরুরি কাজ ছাড়া তেহরানে না যাওয়াই শ্রেয়। বিক্ষোভ ও হিংসার আশঙ্কার মধ্যে নাগরিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছে কেন্দ্র।

ভারত সরকারের পরামর্শ অনুযায়ী, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভুতদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দোলন চলা এলাকাগুলি এড়িয়ে চলা, স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবর রাখা এবং ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া আপডেট নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা ইরানে বসবাস করছেন বা রেসিডেন্ট ভিসায় রয়েছেন, তাঁদের দ্রুত দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে (যদি আগে না করে থাকেন)।

আন্দোলনে উত্তাল ইরান, তেহরান এড়াতে ভারতীয়দের কড়া সতর্কবার্তা দিল কেন্দ্র
আন্দোলনে উত্তাল ইরান, তেহরান এড়াতে ভারতীয়দের কড়া সতর্কবার্তা দিল কেন্দ্র

আন্দোলনে উত্তাল ইরান—সপ্তাহখানেক ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমেরিকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা Human Rights Activists in Iran (HRAI)-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ক্রমশ তলানিতে নামা অর্থনীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং দেশজুড়ে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীদের একটি বড় অংশ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়ে সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর পদত্যাগ দাবি করছেন। তবে ইরানের শাসকদল এই আন্দোলনকে ‘ধ্বংসাত্মক বিক্ষোভ’ আখ্যা দিয়েছে। শনিবার খামেনেই কড়া সুরে জানিয়ে দিয়েছেন, বিক্ষোভ দমন করা হবে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি হিংসার পথে শান্তিকামী বিক্ষোভকারীদের দমন করে, তবে আমেরিকা তাঁদের উদ্ধারে এগিয়ে আসবে। ফলে ইরানকে ঘিরে কূটনৈতিক চাপও ক্রমশ বাড়ছে।

সব মিলিয়ে, ইরানে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় ভারত সরকার আগাম সতর্কতাই বেছে নিয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরান সফর এড়াতে এবং দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে জোর দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading