নজরবন্দি ব্যুরোঃ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-মেইল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া হল হত্যার হুমকি। আর সেই অপরাধেরই তদন্তে নেমে গুজরাটের আমেদাবাদের স্পেশাল টাস্ক ফোর্স আমন সাক্সেনা নামের এক যুবককে গ্রেফতার করেছে। ওই যুবক বদায়ুন জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, পঞ্চায়েত ভোটের আগে চড়ছে রাজনীতির পারদ।
এই মুহুর্তে তাকে জেরা করছেন এটিএস আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গুজরাটের জামনগরে সভা ছিল মোদির। সেই সময় হুমকি মেলটি আসে। দ্রুত ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিস সূত্রে খবর, দুই এটিএস আধিকারিক স্থানীয় পুলিসকে সঙ্গে নিয়ে রাত ১০টা নাগাদ আদর্শনগর এলাকায় পৌঁছন।
সেখান থেকেই আমন সাক্সেনা নামের ওই যুবককে গ্রেফতার করেন। আমন বাড়ির এক ছেলে। বিভিন্ন অসামাজিক কাজকর্মে অনেক আগেই জড়িয়ে পড়ে সে। তার এই কাজের জন্য পরিবারের লকেরাও খুব বিরক্ত। এছারাও তদন্তে নেমে প্রেমের তথ্যও উঠে এসেছে। জানা গিয়েছে আইআইটি বম্বে থেকে বি-টেক পাশ করেন আমন।
সম্প্রতি এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান। এদিকে ওই তরুণীর প্রতি দুর্বল আরও এক যুবক। সম্প্রতি তাঁর প্রতি আকৃষ্ট হন প্রেমিকা। এরপরেই প্রতিদ্বন্দ্বী যুবককে ঝামেলায় ফেলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি ইমেল করেন অমন।

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, গ্রেফতার IIT-র ছাত্র
গ্রেফতার করে আমনকে সিভিল লাইন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘন্টা খানেক ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই জেরার মধ্যে উঠে আসে এই সব তথ্য।