22nd ডিসেম্বর, 2025 (সোমবার) - 11:02 পূর্বাহ্ন
17 C
Kolkata

হুমায়ুনের নতুন রাজনৈতিক দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’, সোমবার দুপুরেই আনুষ্ঠানিক ঘোষণা

মুর্শিদাবাদের বেলডাঙায় রাজ্য কমিটি ঘোষণার প্রস্তুতি, দল ও প্রতীক ঘিরে চরম কৌতূহল রাজনৈতিক মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিধায়কের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, নতুন দলের নাম হতে চলেছে ‘জনতা উন্নয়ন পার্টি’। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হুমায়ুন নিজে।

সূত্রের খবর, সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে এক জনসভা থেকে দলের নামের পাশাপাশি রাজ্য কমিটিও ঘোষণা করবেন তিনি। ভরতপুরের এই বিধায়ক আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, তাঁর নতুন দলের নামে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস—কোনও দলের নাম বা ইঙ্গিত রাখতে চান না।

‘আমজনতার পার্টি’ গড়ার বার্তা

নতুন দলের নাম প্রসঙ্গে আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন হুমায়ুন। তাঁর বক্তব্য ছিল, মুর্শিদাবাদের সাধারণ মানুষ কংগ্রেসকে কার্যত বর্জন করেছে এবং তৃণমূলের বিরুদ্ধেও ক্ষোভ ক্রমশ বাড়ছে। সেই কারণেই এমন একটি দলের নাম বেছে নেওয়া হয়েছে, যার সঙ্গে সহজেই সাধারণ মানুষ একাত্ম হতে পারেন। তাঁর কথায়, “এই দল আমজনতার কথা বলবে, উন্নয়নের প্রশ্নে সরাসরি মানুষের পাশে দাঁড়াবে।”

দলের প্রতীক নিয়েও ইঙ্গিত

দলের নামের পাশাপাশি প্রতীক নিয়েও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবীর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে তিনি ‘টেবিল’ প্রতীকেই লড়েছিলেন—সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবেও টেবিল তাঁর প্রথম পছন্দ।

তবে নির্বাচন কমিশন যদি সেই প্রতীক অনুমোদন না করে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে জোড়া গোলাপ প্রতীক ভাবনায় রয়েছে। তাও সম্ভব না হলে অন্য প্রতীকের পথ খোলা রাখা হচ্ছে।

বেলডাঙায় প্রস্তুতি তুঙ্গে

বেলডাঙায় প্রায় পাঁচ ফুট উঁচু লোহা ও অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডের উপর তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। গোটা এলাকা ইতিমধ্যেই হুমায়ুন কবীরের ছবি ও নাম সম্বলিত পোস্টার-ব্যানারে ছেয়ে গিয়েছে। তবে লক্ষণীয়ভাবে, কোথাও নতুন দলের নাম এখনও প্রকাশ করা হয়নি।

হুমায়ুনের দাবি, শুধুমাত্র দলের নাম ও প্রতীক জানতেই সোমবারের সভায় অন্তত চার লক্ষ মানুষের ভিড় হতে পারে। সেই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading