প্রয়োজন নেই কোন অ্যাপের, নম্বর সেভ না থাকলেও জানবেন অচেনা ব্যক্তির হদিশ
how you understand unknown phone callers name

নজরবন্দি ব্যুরো: ফোনে নম্বর সেভ না থাকলে অনেকেই অপরিচিত নম্বরের ফোন রিসিভ করেন না। তবে এই অপরিচিত নম্বরেই অনেক সময় আসে দরকারি ফোন। আর তখন ফোন রিসিভ না করেই বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আর এবার সেই সমস্যার হবে সমাধান। এবার নম্বর যদি সেভ করা না থাকে তবে কে ফোন করছেন সেটা জানার জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে টেলিকম সংস্থার।

আরও পড়ুন: শীতের মরশুমের ৫ হাজার কমলো OnePlus-র দাম, কিনতে হলে জানুন এখনই

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তরফে জানা গেছে, খুব শীঘ্রই ফোনে একজন কলারের নাম স্ক্রিনে কিভাবে ফ্ল্যাশ করবে সেভ না থাকা সত্বেও এবং যে নামটি ফ্ল্যাশ করা হবে তা হবে টেলিকম অপারেটরদের কাছে উপলব্ধ ব্যবহারকারীদের  বা গ্রাহকের অর্থাৎ KYC  রেকর্ড অনুযায়ী হবে।

প্রয়োজন নেই কোন অ্যাপের, নম্বর সেভ না থাকলেও জানবেন অচেনা ব্যক্তির হদিশ
প্রয়োজন নেই কোন অ্যাপের, নম্বর সেভ না থাকলেও জানবেন অচেনা ব্যক্তির হদিশ

এটি যদি বাস্তবায়িত হয় তবে কোনও ব্যক্তির ফোনে নম্বর সেভ না থাকা নম্বরের মালিকের নাম অনায়াসে যাবে। এরফলে যখনই কোন অপরিচিত ফোন আসবে তখনই ব্যবহারকারী বুঝে যাবেন কে ফোন করছে। এটি হবে সরাসরি কোনও রকম অ্যাপের মাধ্যম ছাড়াই। উল্লেখ্য, এখন পর্যন্ত, ব্যবহারকারীরা একটি অজানা কলারের পরিচয়ের পরিচয় খুঁজে বের করতে Truecaller-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করেন।

প্রয়োজন নেই কোন অ্যাপের, নম্বর সেভ না থাকলেও জানবেন অচেনা ব্যক্তির হদিশ

প্রয়োজন নেই কোন অ্যাপের, নম্বর সেভ না থাকলেও জানবেন অচেনা ব্যক্তির হদিশনজর রাখা জরুরি যে Truecaller-এর মতো অ্যাপগুলির সীমাবদ্ধতা রয়েছে কারণ ডেটা ক্রাউডসোর্স করা হয়, তাই  ১০০ শতাংশ সত্যতা নিশ্চিত করা হয় না।একটি সূত্র বলেছে, “একটি ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া তৈরি করা দরকার যা DoT, Trai এবং টেলিকম অপারেটরদের জড়িত করবে।”