নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মাছ মন্তব্য বিতর্ক কলকাতা হাই কোর্টে ‘রক্ষাকবচ’ পেলেন বিজেপি সাংসদ। ভারচুয়ালি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য় করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি সাংসদ।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর জমি বিতর্কে এবার অমর্ত্য সেনেকে কদর্য ভাষায় টুইট তথাগতর
সেই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁকে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এবার আদালতের দ্বারস্থ হন পরেশ রাওয়াল। বৃহস্পতিবার হাই কোর্টে পরেশের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান,
“আমার মক্কেল পরেশ রাওয়াল কাউকে অপমান করতে মন্তব্য করেননি। গুজরাটের ছোট জায়গায় এই র্যালি ছিল। কোনও সংবাদমাধ্যমও সেখানে উপস্থিত ছিল না। দুজন টুইট করে এটা ছড়ায়।”
তিনি আরও জানান, তাঁর মক্কেল পরেশ রাওয়াল ইতিমধ্যেই ক্ষমাও চেয়েছেন। আইনজীবীর প্রশ্ন,”মামলাকারী গুজরাটি বোঝেন না। কী হিসেবে এই মন্তব্য, সেটা কীভাবে বুঝলেন?” আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
সেলিমের করা মামলায় পরেশকে ‘রক্ষাকবজ’ হাই কোর্টের
উল্লেখ্য এই মামলার জুন কিছুদিন আগে তালতলা থানায় পরেশের নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।