নজরবন্দি ব্যুরোঃ আমলকীর উপকারিতা সম্পর্কে কারোরই অজানা নয়। আমলকীর ফল ও পাতা দুটোরই ভেষজ গুন রয়েছে অপরিসীম। আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শুধু তাই যেকোনো ফল যেমন আম, কলা, আপেল সমস্ত ফলের থেকেই অনেক গুন বেশি ভিটামিন সি রয়েছে আমলকীতে। আমলকীর রয়েছে বহু কার্যকারিতা। সেগুলি একনজরে জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ ফের আগমন এক নতুন উরফির! কাগজ পরে ভাইরাল উরফি ফ্যান
১) আমলকী চুলের বৃদ্ধিতে খুব সাহায্য করে। এটি চুলের টনিক বা খাবার হিসেবে কাজ করে। আমলকীর রস চুলের গোঁড়া মজবুত করে। শুধু তাই নয় আমলকীর রস চুলের যেকোনো সমস্যা যেমন খুসকি রুক্ষতা ইত্যাদিতে সাহায্য করে।
২) আমলকীর রস গ্যাস অম্বলের সমস্যা দূর করতেও সক্ষম। আপনারা চাইলে রোজ এক গ্লাস দুধের সাথে আমলকীর রস মিশিয়ে পান করতে পারেন। প্রতিদিন আমলকীর রসের সাথে গুঁড়ো হলুদ মিশিয়ে খেলে মুখের দাগের সমস্যা দূর হয়।
ভেষজ গুণে অনন্য একটি ফল আমলকী, আমলকীর রস গ্যাস অম্বলের সমস্যা দূর করতেও সক্ষম
৩) শুধু তাই নয় আমলকীর রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চুল পরার সমস্যাতেও আমলকী খুব কার্যকরী। দীর্ঘদিন জ্বরের ফলে যদি মুখে অরুচি চলে আসে তাহলে আমলকীর রস কাজে দেবে।