Group D: আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, হাতে হ্যারিকেন কালীঘাটে যাবেন চাকরিপ্রার্থীরা!

আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, হাতে হ্যারিকেন কালীঘাটে যাবেন চাকরিপ্রার্থীরা
Group D job agiatators on the way to Kalighat

নজরবন্দি ব্যুরো: আজ বুধবার সন্ধ্যেয় হ্যারিকেন মিছিল করার আবেদন করেছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কিন্তু প্রথমে পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। আর পুলিশের অনুমতি না পেয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। এরপরেই হরিশ মুখার্জী রোডে হ্যারিকেন মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত সোমবার এই মামলার শুনানি হয়। তবে শর্তসাপেক্ষে এই মিছিলের জন্য অনুমতি দিয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোর সময় সূচিতে বদল, রবিবার ২ ঘণ্টা আগেই মিলবে পরিষেবা

এই মিছিল প্রসঙ্গে বিচারপতি মান্থার নির্দেশ, শহীদ মিনার থেকে হরিশ মুখার্জী রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে শর্ত উল্লেখ্য করে বিচারপতি জানান যে, রাস্তার ৮০ শতাংশ ছেড়ে দিতে হবে মিছিলকারীদের। দুই লাইনে ভাগ হয়ে ওইদিন মিছিল হবে। মিছিল থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।

আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, শহিদ মিনার থেকে কালীঘাটের পথে আন্দোলনকারীরা
আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, শহিদ মিনার থেকে কালীঘাটের পথে আন্দোলনকারীরা

এরপরেই এদিন হাইকোর্টের অনুমতিতে পরিবর্তিত রুটে শুরু হয়েছে মিছিল। যেহেতু কোর্টের নির্দেশেই মিছিলের রুট থেকে বাদ পড়েছে হরিশ মুখার্জি রোড। তাই নয়া নির্দেশ অনুযায়ী আশুতোষ মুখার্জী রোড হয়ে য়াবে মিছিল। জানা যাচ্ছে, ২০০ লণ্ঠন হাতে মিছিল করবেন চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে শুরু হতে চলেছে মিছিল। আর তার ফলেই এদিন সকাল থেকে জোর কদমে চলছিল মিছিলের প্রস্তুতি।

আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, শহিদ মিনার থেকে কালীঘাটের পথে আন্দোলনকারীরা

উল্লেখ্য, গ্রুপ-ডি এর চাকরিপ্রার্থীরা ২৬৮ দিন ধরে আন্দোলন করছেন মাতঙ্গিনি হাজারার মূর্তির নীচে। কিন্তু এত গুলি দিন কেটে যাওয়ার পরেও আন্দোলনকারীদের দাবি, সরকারের হুঁশ ফেরেনি, নড়েনি টনক। সেই কারণেই তাঁরা আজ লণ্ঠন নিয়ে মিছিল করছেন বলে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, যারা অযোগ্য তারা যোগ্যদের চাকরি নিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়েই আর কোনও উপায় নেই চাকরিপ্রাথীরা লণ্ঠন নিয়ে মিছিলে নেমেছেন।

আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, শহিদ মিনার থেকে কালীঘাটের পথে আন্দোলনকারীরা

আদালতের অনুমতিতেই পরিবর্তিত রুটে মিছিল, শহিদ মিনার থেকে কালীঘাটের পথে আন্দোলনকারীরা