নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্যসাথীর কার্ড প্রত্যাখ্যান করা চলবে না বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে তিনি সাফ জানিয়েছিলেন, হাসপাতাল চিকিৎসা না করালে এফআইআর করান।
আরও পড়ুনঃ খাস কলকাতায় সিবিআইয়ের অভিযান, যুক্ত থাকতে পারেন প্রভাবশালীরা
বারবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নানা অভিযোগ উঠছে। এবার আরও কড়া মনোভাব নিল নবান্ন। স্বাস্থ্যসাথীর সুবিধা সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা, তা জানতে রাজ্য এবং জেলা স্তরে নজরদারি দল তৈরি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
রাজ্য স্তরে নজরদারি দলের চেয়ারম্যান হেলথ সার্ভিসেস-র ডিরেক্টর। সেই সঙ্গে প্রতিটি জেলাতেও সংশ্লিষ্ট জেলার চিফ মেডিক্যাল অফিসারকে চেয়ারম্যান করে নজরদারি দল গঠন করা হয়েছে।
প্রতিটি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করবে এই নজরদারি দল। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চিকিৎসা পেতে রোগীদের কোনও সমস্যা হলে দেখবেন নজরদারি দলের সদস্যরা।
স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
সম্প্রতি স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের পর জারি করা হল নির্দেশিকা।