নজরবন্দি ব্যুরোঃ আজ রাজ্যে মন্ত্রীসভার বৈঠক ছিল। নবান্নে অনুষ্ঠিত সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে এবারের রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব বোনাস ৫০০ টাকা বাড়ানো হবে। সামনে ইদ , রমজান মাস এই সময়ই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ পুষ্টিগুনে সমৃদ্ধ তরমুজের খোসার চচ্চড়ি, কীভাবে রাধবেন?
আজ নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে উৎসব বোনাস ৪৮০০ থেকে বাড়িয়ে ৫৩০০ করা হবে। যদিও প্রত্যেক বছরই কিছুট হলেও বাড়ানো হয়।
কয়েক বছরে ধাপে ধাপে প্রায় ১৭০০ টাকা বোনাস বাড়ানো হয়েছে। ২০১৭ সালে এই উৎসব বোনাস ছিল ৩৬০০ টাকা, ২০১৮ সালে তা ছিল ৩৮০০ এবং ২০১৯ সালে ৪০০০ , ২০২০ তে ৪৫০০ , ২০২১ এ তা বেড়ে হয়েছিলো ৪৬০০ , এবং ২০২২ এ ৪৮০০ এবং এবছর থেকে তা বেড়ে দাঁড়াল ৫৩০০
উৎসব বোনাস নিয়ে বিরাট ঘোষণা মমতার, ৫০০ টাকা বাড়ল
মহার্ঘভাতা নিয়ে আন্দোলন অনশন চললেও তা নিয়ে কোন সুখবর পায়নি অনশনকারীরা। ডি এর ব্যাপারে অনশনকারি রা জানায় যে রাজ্য সরকার টাকা আটকে রেখেছে ফলে আর্থিক অনটন চলছে । কিন্তু বোনাস বাড়ায় কিছুতা স্বস্তিতে কর্মচারীরা।