3rd জানুয়ারি, 2026 (শনিবার) - 5:48 অপরাহ্ন
22 C
Kolkata

৫ দিনে ৬ হাজার টাকা দাম কমল সোনার, সুখবর ক্রেতাদের জন্যে

কলকাতার বাজারে টানা পতনে ৫ দিনে ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা কমল সোনার দাম, নতুন বছরের শুরুতেই স্বস্তিতে ক্রেতা ও বিনিয়োগকারীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার সোনার বাজারে বড়সড় স্বস্তির খবর। নতুন বছরের শুরুতেই টানা পতনে ফিরেছে হলুদ ধাতুর দাম। গত পাঁচ দিনে প্রতি ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত কমেছে সোনার দর। বিনিয়োগকারী থেকে সাধারণ গয়না-ক্রেতা—সবার নজর এখন একটাই প্রশ্নে, এই পতন কি আরও গভীর হবে? নাকি এটাই কেনার সেরা সুযোগ?

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম নেমে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ₹১৩,৫৮২। আগের দিনের তুলনায় কমেছে ₹৩৮। একইভাবে ২২ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ₹১২,৪৫০, যা এক দিনে কমেছে ₹৩৫। ১৮ ক্যারাট সোনাও পিছিয়ে, প্রতি গ্রাম ₹১০,১৮৭, পতন ₹২৮

বাজারের হিসেব বলছে, গত ২৮ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ₹৬,০০০-এর বেশি কমেছে। ২৮ ডিসেম্বর যেখানে ২৪ ক্যারাট সোনার দর ছিল প্রায় ₹১৪,২৪২ প্রতি গ্রাম, সেখানে কয়েক দিনের মধ্যেই সেই দাম নেমে এল ₹১৩,৫৮২-এ। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার উপর চাপ, ডলার সূচকের ওঠানামা এবং লাভ তুলে নেওয়ার প্রবণতাই মূলত এই পতনের কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

ওজন অনুযায়ী দাম দেখলে ছবিটা আরও স্পষ্ট। আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ₹১,৩৫,৮২০, যা গতকাল ছিল ₹১,৩৬,২০০। ২২ ক্যারাটে ১০ গ্রামের দর ₹১,২৪,৫০০ এবং ১৮ ক্যারাটে ₹১,০১,৮৭০। বড় অঙ্কে কিনলে পার্থক্য আরও চোখে পড়ার মতো—১০০ গ্রামে ২৪ ক্যারাট সোনার দাম এক দিনে কমেছে ₹৩,৮০০

গত ১০ দিনের দামের তালিকায় তাকালেই বোঝা যায়, বাজার কতটা অস্থির। ২৯ ডিসেম্বর যেখানে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ₹১৩,৯২৫, তার পরের দিনই তা নেমে যায় ₹১৩,৬২০-এ। মাঝখানে সামান্য ওঠানামা হলেও সামগ্রিক ট্রেন্ড এখন স্পষ্টভাবে নিম্নমুখী।

তবে মনে রাখতে হবে, এই দামগুলো সূচক মাত্র। এর সঙ্গে GST, TCS এবং মেকিং চার্জ যোগ হলে প্রকৃত ক্রয়মূল্য আরও বাড়বে। তাই কেনার আগে স্থানীয় স্বর্ণব্যবসায়ীর সঙ্গে চূড়ান্ত দর যাচাই করাই বুদ্ধিমানের কাজ।

সব মিলিয়ে, বিয়ের মরসুম বা বিনিয়োগের কথা যাঁরা ভাবছেন, তাঁদের জন্য এই দামপতন নিঃসন্দেহে স্বস্তির খবর। প্রশ্ন একটাই—এই সুযোগে কিনবেন, নাকি আরও একটু পতনের অপেক্ষা করবেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading