কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, সপ্তাহ মাঝেই দর বাড়ল হলুদ ধাতুর

নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহের পরপর দুদিন সোনার দাম কমেছিল। মুখে হাসি ফুটেছিল ক্রেতাদের। কিন্তু বুধবার ফের দর হাঁকাল স্বর্ণ ধাতু। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৬০ টাকা। মঙ্গলে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল ৫৬ হাজার টাকা। তা আজ বেড়ে দাঁড়াল ৫৬,২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৬১ হাজার ১০০ টাকা, যে বুধে ঠেকল ৩১ হাজার ৩৬০ টাকা। দেখে নিন আজ কলকাতায় সোনার দাম কত?

আরও পড়ুন: আবারও কমল হলুদ ধাতুর দাম, সোনার পারা পতনে স্বস্তি ক্রেতাদের

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ হাজার ১৩৬ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৪৯ হাজার ৮৮ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬১ হাজার ৩৬০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা।

কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, বুধে দাম বাড়ল সোনার

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ হাজার ৬২৫ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৫ হাজার টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬ হাজার ২৫০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা।

কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, বুধে দাম বাড়ল সোনার
কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, বুধে দাম বাড়ল সোনার

আজ সোনার দাম বাড়লেও রুপোর দামে রয়েছে স্বস্তি। এদিন কমেছে রুপোর দাম। বুধে এক কেজি রুপোর দাম কমেছে ৪৫০ টাকা। সেই হিসেবে আজ কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম ৭৪ হাজার ৫০ টাকা। মঙ্গলবার এক কেজি রুপোর দাম ছিল ৭৪ হাজার ৫০০ টাকা। গত সোমবার (২২ মে) এক কেজি রুপোর দাম ছিল ৭৫ হাজার টাকা। চলতি মাসের শুরু থেকেই সোনার দামে ওঠা নামা দেখা গিয়েছে। মে মাসেই ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল হলুদ ধাতুর দর। বুধবার দাম বেড়ে ফের ৬০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনার দর।

কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, বুধে দাম বাড়ল সোনার

কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, বুধে দাম বাড়ল সোনার
কম দামে সোনা কেনা এখন স্বপ্ন, বুধে দাম বাড়ল সোনার