Federer: সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার

সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার
Federer said goodbye to tennis forever

নজরবন্দি ব্যুরোঃ রূপকথা, আবেগ এবং অকল্পনীয় অনুভূতি মিশে গেলে যা হয়, সেটাই হল লন্ডনের ও টু এরিনায়। শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে এই কোর্টেই টেনিসকে চির বিদায় জানাতে নেমেছিলেন রজার ফেডেরার। সুইস সম্রাটের বিদায় লগ্নে প্রতিপক্ষ এবং ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু রাফায়েল নাদালের চোখেও ছিল জল।

আরও পড়ুনঃ গার্ডেনরিচে টাকার পাহাড়ের মালিক আমির গ্রেফতার, ফের অভিযানে নামবে ইডি?

যে শত্রুতা চলে এসেছে গত ১৭ বছর ধরে, বিদায় ম্যাচে সেই নাদাল পার্টনার ছিলেন রজারের। ম্যাচ শেষ করে সঞ্চালকের সঙ্গে কথা বলতে বলতে অঝোরে কাঁদলেন টেনিসের রাজা। কখনও স্ত্রীকে জড়িয়ে ধরে, কখনও সন্তানদের কাছে টেনে নিয়ে, কখনও সতীর্থদের আলিঙ্গন করে। তিনি কাঁদলেন, সেই সঙ্গে কাঁদল গোটা টেনিস বিশ্ব।

সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার
সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার

কোর্টে আর দেখা যাবে না টেনিসের রাজাকে। ম্যাচ শেষে ফেডেরার বললেন, এটা ছিল একটা পারফেক্ট জার্নি। প্রত্যেক সহ খেলোয়াড়, দর্শকাসনে উপস্থিত প্রাক্তন টেনিস তারকাদের প্রতি অভিবাদন জানালেন তিনি। শেষটায় আবেগ তাড়িত হয়ে পড়লেন। কেঁদেও ফেললেন ফেডেরার

সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার
সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার

সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার

সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার

সেই সঙ্গে কাঁদলেন কেরিয়ারে তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী নাদালও। মাঠের মধ্যে দুই প্রতিপক্ষ আসলে মাঠের বাইরে ভীষণ বন্ধু। তিনি মাইক হাতে বললেন, কোনও মতে কেটে গেল, তাই না? আমি খুশি। তোমাদের যেমন বলছিলাম। আমার কোনও দুঃখ নেই। আরও এক বার জুতোর ফিতেটা বাঁধলাম। যাই করলাম, শেষ বারের মতো করলাম। সমর্থক, বন্ধু, পরিবার, সতীর্থদের পাশে পেয়ে দারুণ লাগছে। খুব ভাল একটা ম্যাচ হল। আমি খুশি।