নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে প্রায় সবকিছুই অনলাইনের মাধ্যমে, আর করোনাকালে তা আরও দিগুন বেড়ে গিয়েছে। সে বড়দের অফিসের কাজ হোক বা ছোটদের পড়াশুনা। বলাই বাহুল্য সবটাই করতে হচ্ছে স্মার্ট ফোন, লেপটপ বা কম্পিউটারের মাধ্যমে আর যার ফলে প্রত্যেকের চোখের বারোটা বাজচ্ছে। তার জন্যে অনেকেই ব্যাবহার করতে হচ্ছে চশমা, কিন্তু যেকোনো অনুষ্ঠানে ড্রেস আর মেকাপের সঙ্গে চশমাটা একেবারেই বেমানান তাই ভরসা একমাত্র কনট্যাক্ট লেন্স। কিন্তু এটি আপনার চোখের বিপদ ডেকে আনছে না তো আবার?
আরও পড়ুনঃ বিকেলের আগেই ঘনাল রাত, ধুলোর ঝড় সঙ্গে নিয়ে প্রবল বর্ষণের মুখে শহরবাসী
বিয়ে বাড়ি হোক বা পার্টি চোখ থেকে চশমা খুলে গাঢ় নীল রংয়ের লাইনার টানাই যায়। কিন্তু চশমা পরলে সেই সৌন্দর্য ঢাকা পড়ে যায়! অগত্যা একজোড়া কনট্যাক্ট লেন্স ব্যবহার করতেই হয়। অনেকে আবার চশমার পরিবর্তে নয়, চোখের মণির রং নিয়েও এক্সপেরিমেন্ট করতে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। কিন্তু কনট্যাক্ট লেন্সের সঙ্গে মেক আপের সময়ে একটু সচেতন থাকা উচিত। নাহলে লেন্স থাকা অবস্থায় মেক আপে খামতি হলে বড় বিপদ হতে পারে।

চোখের জন্য যা মেক আপ ব্যবহার করবেন, তা যেন অবশ্য়ই অয়েল ফ্রি ও ওয়াটার প্রুফ হয়। নাহলে কাজল বা মেক আপ গলে চোখের ভিতরে ঢুকে যাওয়ার ভয় থাকে।
বেশি মোটা বা কনট্যাক্ট লেন্সে খোঁচা লাগতে পারে এমন কোনও কাজল ব্যবহার করবেন না। বরং আইলাইনার ব্যবহার করুন।এতে কনট্যাক্ট লেন্সে খোঁচা লাগার কোনও ঝুঁকি থাকে না।
মাস্কারা পরতে গিয়ে অনেকেরই একটা সমস্যা হয়। চোখের পাতার সঙ্গে ব্রাশ হঠাৎ জড়িয়ে গিয়ে চোখের মধ্য়ে কালি ঢুকে যায়। তাই মাস্কারা লাগানোর সময়ে সচেতন থাকুন। হালকা করে মাস্কারা লাগান।

চোখের ওয়াটারলাইনে কাজল বা আইলাইনার না পরাই ভাল। কারণ অনেক সময়ে ওয়াটার লাইনে কাজল পরতে গিয়ে তা চোখের ভিতরে ঢুকে যায়। কনট্যাক্ট লেন্স পরে থাকা অবস্থায় এটি ঘটলে বড় বিপদ হতে পারে।
কনট্যাক্ট লেন্স পরেই চোখের মেক আপ? সচেতন না হলেই পড়বেন বড় বিপদে
কনট্যাক্ট লেন্স আগে দেখবেন হাতে যাতে কোনও ধরনের মেক আপ বা নোংরা না লেগে থাকে। খোলার সময়েও মাথায় রাখবেন।