একি কাণ্ড! ভারতের মানচিত্র থেকে বাদ জম্মু-কাশ্মীর-লাদাখ।

নজরবন্দি ব্যুরো: একি কাণ্ড ঘটাল who! ভারতের মানচিত্র থেকে বাদ জম্মু-কাশ্মীর-লাদাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্র ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড মানচিত্র লাদাখ, কাশ্মীর এবং জম্মুকে ভারতের মানচিত্রে রাখা হয়নি।
বদলে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে উত্তরের ভারতের বেশকিছুটা অঞ্চল। উল্লেখ্য, বরাবরই WHO-এর সঙ্গে চিনের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। এই মানচিত্র বিভ্রাটের জেরে ফের একবার সেই ঘনিষ্ঠতার বিষয়টা স্পষ্ট হয়ে গেল বলে দাবি ওয়াকিবহাল মহলের।
কারণ, উত্তরের বিস্তীর্ণ অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে চিন। এই মানচিত্র কার্যত তাদের সেই দাবিতেই সিলমোহর দিল। কোন দেশের কোভিড পরিস্থিতি কীরকম, তা দেখাতে মানচিত্র ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। তাদের ওয়েবসাইটে ব্যবহৃত দুটি মানচিত্রে এই ‘ভুল’ ধরা পড়ে।
মানচিত্রে ভারতকে গাঢ় নীল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখানে জম্মু , কাশ্মীর এবং লাদাখকে ধূসর রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মানচিত্রে ওই অংশকে কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।