Kalighater Kaku কে তলব! মঙ্গলবার জিজ্ঞাসাবাদ নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য?

Kalighater Kaku কে তলব, মঙ্গলবার জিজ্ঞাসাবাদ, নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য
ed summones kalighater kaku

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক চমক উঠে আসছে! আর সেই চমকের জেরেই শোরগোল ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে! বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাদের নাম সংবাদের শিরোনামে রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হল কালীঘাটের কাকু সুজয় ভদ্র! আর বেশ কয়েকদিন আগেই কালীঘাটের কাকুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর ওই হানায় সুজয় ভদ্রর বাড়ি থেকে বেশ কয়কটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল! এবার ওই নথি উদ্ধার ঘিরেই কালীঘাটের কাকুকে তলব করল ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন: High court এ গিয়েও মিলল না মালদহে শুভেন্দুর সভার অনুমতি, শুরু জল্পনা!

ইডি সূত্রের খবর, আগামী ৩০ মে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণকে তলব করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিস ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের কাছে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। এর আগে কালীঘাটের কাকুর বাড়ি থেকে উদ্ধার হওয়ার নথির ভিত্তিতে একাধিককে তলব করেছে ইডি।

Kalighater Kaku কে তলব, নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ
Kalighater Kaku কে তলব, নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ

ইডি সূত্রের দাবি, সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তথ্যের তালিকার ছিল বেশ কয়কটি সংস্থার নথিও। এরপর থেকেই ওই সংস্থাগুলির বিষয়ে আরও তথ্য পেতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি ওই সংস্থা গুলির সঙ্গে সুজয়বাবুর কী যোগ রয়েছে, কিংবা ওই সংস্থা গুলির সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কি না! সেই সব বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে চাইছেন অফিসাররা।

Kalighater Kaku কে তলব, নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। যদিও কুন্তল দাবি করেছেন, তিনি ওই ‘কাকু’কে চেনেন না। কুন্তল এ-ও দাবি করেন, যে সুজয়কে নিয়ে চর্চা চলছে, তিনি ‘কালীঘাটের কাকু’ নন। কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্যের জেরে রহস্য আরও বেড়েছে।

Kalighater Kaku কে তলব, নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ

Kalighater Kaku কে তলব, নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ