Anubrata Mondal: বোলপুরের বুকে ১৫ কোটি টাকার সম্পত্তি কেষ্টর হিসেবরক্ষকের, ইডির নজরে এক লটারি বিজেতা

Anubrata Mondal: বোলপুরের বুকে ১৫ কোটি টাকার সম্পত্তি কেষ্টর হিসেবরক্ষকের, ইডির নজরে এক লটারি বিজেতা
Manish Kothari huge assets in Bolepur

নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডলের পাশাপাশি ইডির জালে তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারি। কিছুদিন আগেই তাঁকে গ্রেফতার করার পর যে সমস্ত তথ্য ইডির হাতে উঠে এসেছে, তা চমকে যাওয়ার মতো। সূত্রের খবর, বোলপুরের বুকে ১৫ কোটি টাকার সম্পত্তি কেষ্টর হিসেবরক্ষকের। এত বিপুল সম্পত্তি কী গরু পাচারের টাকায়? প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Naushad Siddiqi: ডিএ ধর্না মঞ্চে উপস্থিত নওশাদ, ঝাঁঝ বাড়ছে আন্দোলনের

ইডি সূত্রে খবর, ২০১৬ সাল থেকে ২০২২ সালের মধ্যে বোলপুরের বুকে আনুমনিক ১৫ কোটি টাকার জমি কিনেছেন মণীশ কোঠারি। রূপপুর মৌজা, গোপালনগর, কঙ্কালীতলা, দারোকানাথপুর, সুরুল-সহ বোলপুরের প্রায় সব মৌজাতেই মণীশের জমি রয়েছে বলে খবর। সব মিলিয়ে এই জমির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

IMAGE 1660290727 1
বোলপুরের বুকে ১৫ কোটি টাকার সম্পত্তি কেষ্টর হিসেবরক্ষকের, তাজ্জব ইডি 

গপ্রু পাচার মামলায় ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। সেই তালিকায় ছিলেন মণীশও। একটানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। অপভিযোগ, তদন্তে অসহযোগীতা করছেন মণীশ।

তবে এখন ইডি সূত্রে খবর, বেশ কিছু বিষয়ে অনুব্রতের বিরুদ্ধে মুখ খুলেছেন মণীশ। অনেক তথ্যই জানিয়েছেন তিনি। কিন্তু ইডির সন্দেহ মণীশ এত বিপুল অঙ্কের সম্পত্তি কীভাবে কিনল? এর সঙ্গে কারা জড়িত? সেবিষয়েও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে?

বোলপুরের বুকে ১৫ কোটি টাকার সম্পত্তি কেষ্টর হিসেবরক্ষকের, তাজ্জব ইডি 

94101517 1
বোলপুরের বুকে ১৫ কোটি টাকার সম্পত্তি কেষ্টর হিসেবরক্ষকের, তাজ্জব ইডি 

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে এবার ইডির নজরে আরও এক লটারি বিজেতা তপন বিশ্বাস। যিনি লটারিতে ২৬ লক্ষ টাকা জেতার পর পরিচারকের মাধ্যমে সেই টিকিট তাঁর কাছ থেকে কিনে নেন অনুব্রত। এবার সেই ব্যক্তিকে নোটিস দিয়ে দিল্লিতে ডেকে পাঠাল ইডি।  ইতিমধ্যেই সেই নোটিশ পাঠানো হয়েছে ওই ব্যক্তিকে।