উৎসবের দিনে মুখের জৌলুস হারিয়েছে, বিনা খরচে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক

নজরবন্দি ব্যুরো: আজ কালীপুজো-দীপাবলি। দুদিন পরই ভাইফোঁটা। উৎসবের আমেজ সকলের মধ্যে। খাওয়াদাওয়া, আড্ডা, প্যান্ডেল হপিং তো চলবেই। কোন জামার সঙ্গে কেমন সাজবেন তাও ভেবে রেখেছেন। আজ বিকেল থেকেই অনেক প্ল্যানিং। কিন্তু শেষ মুহূর্তে এসে মন খারাপ! মুখের জেল্লা হারিয়েছে, ব্যস্ততার মাঝে সময় হয়নি ত্বকের দেখভাল করার। হাতে মাত্র আর কয়েকটা ঘণ্টা। অল্প সময়ের মধ্যে ত্বকের জেল্লা ফেরাতে হলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানো ফেসপ্যাক ব্যবহার করে ফেলুন। কীভাবে তৈরি করবেন, রইল কিছু সহজ টিপস।

আরও পড়ুন: রাতে বেচে যাওয়া রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে?

কফি ও মধু: পরিমাণ মত কফি ও মধু একসঙ্গে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এরপর এই স্ক্রাব দিয়ে মুখে আস্তে আস্তে এক্সফোলিয়েট করুন। এরফলে আপনার ত্বকের মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। ঘরোয়া এই দুই উপকরণ ম্যাজিকের মত কাজ করবে। কফি ত্বককে এক্সফোলিয়েট করে। মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এবং এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

উৎসবের দিনে মুখের জৌলুস হারিয়েছে, বিনা খরচে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক

 

নিম ও মুলতানি মাটি: যাদের ব্রণর সমস্যা আছে তাঁদের জন্য এই ফেসপ্যাকটি দারুণ কাজ করবে। নিম পাতা বাটা বা নিম পাউডার, এক চামচ মুলতানি মাটি জল কিংবা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বক তৈলাক্ত হলে দুধ ব্যবহার করতে পারেন। এরপর এটি মুখ, গলা, ঘাড়ে ভালো করে মেখে নিন। ১৫ মিনিট পর জল দিয়ে ফেসপ্যাক ধুয়ে ফেলুন।

উৎসবের দিনে মুখের জৌলুস হারিয়েছে, বিনা খরচে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক

দই ও মুলতানি মাটি, বেসন: এক চামচ টকদই, এক চামচ করে মুলতানি মাটি ও বেসন নিয়ে ভালো করে মিশিয়ে ফেসপ্যাকটি বানিয়ে নিন। এরপর ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। টকদইতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব কমায়, যার ফলে জেল্লা ফেরে এবং ব্রণর সমস্যা দূর হয়। বেসনে জিঙ্ক রয়েছে যা ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

উৎসবের দিনে মুখের জৌলুস হারিয়েছে, বিনা খরচে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক

উৎসবের দিনে মুখের জৌলুস হারিয়েছে, বিনা খরচে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক
উৎসবের দিনে মুখের জৌলুস হারিয়েছে, বিনা খরচে বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক