East Bengal: সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, কে হলেন কুয়াদ্রাতের সহকারী

সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, কে হলেন কুয়াদ্রাতের সহকারী
East Bengal announced the name of the assistant coach

নজরবন্দি ব্যুরো: গত মরসুমে স্টিফেন কনস্ট্যানটাইনের সহকারী হিসাবে লাল হলুদে এসেছিলেন বিনো জর্জ। কিন্তু মরসুমের মাঝপথেই তাঁকে পাঠিয়ে দেওয়া হয় জুনিয়র দলের দায়িত্বে। কিন্ত আসন্ন মরসুমে কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসাবে নিযুক্ত হলেন আই লিগ জয়ী কোচ দিমাস দেলগাডো।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত আইপিএল এর পরেই, জানিয়ে দিলেন জয় শাহ

বুধবার ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়েছে তাদের সহকারী কোচের নাম। স্পেনের দিমাস দেলগাডো, এবার থেকে কার্লোস কুয়াদ্রাতকে সহযোগিতা করবেন। আপাতত দুই বছরের জন্য চুক্তি হয়েছে। প্রসঙ্গত ৪০ বছর বয়সি দিমাস ২০১৮-১৯ মরশুমে সুনীল ছেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করিয়েছেন।

East Bengal: সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, কে হলেন কুয়াদ্রাতের সহকারী

এবার আইএসএল জয়ী ফুটবলার আসছেন ইস্টবেঙ্গলের সহকারীর দায়িত্ব নিতে। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন ‘স্পেনে খেলার সময়েই কোচিং লাইসেন্স পেয়েছি আমি। তখন থেকেই কোচিংয়ে যোগ দেওয়ার জন্যে মুখিয়ে ছিলাম।

সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, কে হলেন কুয়াদ্রাতের সহকারী

East Bengal: সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, কে হলেন কুয়াদ্রাতের সহকারী

পেশাদার কেরিয়ারে সব কোচের থেকে কিছু না কিছু শেখার থাকে, আর আমি সেই চেষ্টাই করেছি। পেশাদার জীবন শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের মতো ক্লাবে যোগ দিচ্ছি কোচ হিসেবে। বিষয়টি নিয়ে আমি খুব গর্বিত। কুয়াদ্রাত এবং ভিনোর (জর্জ) অভিজ্ঞতা বিপুল। ওদের থেকে অনেক কিছু শেখার রয়েছে।’

East Bengal: সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, কে হলেন কুয়াদ্রাতের সহকারী