‘স্বাগতম মীরজাফর’, দিলীপ ঘোষের সভার আগেই বিতর্কিত ব্যানার।

নজরবন্দি ব্যুরো: স্বাগতম মীরজাফর , ‘বিজেপি সরকার, বাংলায় নেই দরকার’ , স্লোগানে দিলীপ ঘোষের সভাস্থলের সামনে বিক্ষোভে নামল তৃণমূল সরকার। এইনিয়ে ইতিমধ্যেই দমদমে বিজেপি-র মিছিলের আগেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ অর্থাৎ সোমবার দুপুরে বিজেপি-র র্র্যালির আগে দমদম রেল স্টেশন চত্বরে বিজেপি-র অস্থায়ী মঞ্চের খুব কাছে জড়ো হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সেখানে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছে। বিজেপি-র সভা চত্বর ঘিরে কালো পাতাকা লাগিয়ে দিয়েছেন তাঁরা। নাগরিক সমাজের নাম করে বিজেপি-বিরোধী স্লোগান লেখা একাধিক ব্যানারও লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে মিলবে ক্ষতিপূরণ, ঘোষণা AIIMS-এর ডিরেক্টরের
স্বাগতম মীরজাফর , আজ সন্ধ্যায় দমদম রোডে স্টেশনের কাছে ‘যোগদান মেলা’ র্যালির আয়োজন করেছে বিজেপি। সেই সভায় থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আরও কিছু বিজেপি নেতাও অংশ নিতে পারেন সভায়। সভাস্থলে অস্থায়ী মঞ্চ বানাচ্ছে বিজেপি। এদিকে সভাস্থলে হাজির হয়েছে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। তারা বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু হাতে তৃণমূলের পতাকা নেই। ফলে পরিস্থিতি উদ্বেগজনক। তৃণমূল কর্মীদের দাবি, যদি বিজেপি নেতৃত্ব কোনও রকম সমস্যার তৈরি করার চেষ্টা করেন, তা হলে বিজেপি নেতৃত্বের সামনে তাঁরা বড় ধরনের প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে তৈরি।
স্বাগতম মীরজাফর , এ বিষয়ে বিজেপি নেতা রাজীব অধিকারীর কথায়, ‘এটা আমাদের গণমিছিল। যোগদান মেলাও। আমাদের পরিবারে বহু মানুষ সামিল হচ্ছেন। আমাদের লক্ষ্য, এই যোগদান মেলাকে ঠিকমতো পরিচালনা করা। আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসবেন। লকেট চট্টোপাধ্যায় আসবেন। ওরা যা পারে করুক। দমদমের সাধারণ মানুষ সব দেখছে। আমরা আজ কী করতে চলেছি, সবাই দেখতে পাবেন।’ তৃণমূলের উত্তর ২৪ পরগনার ভাইস প্রেসিডেন্ট সমর মালাকারের কথায়, ‘আমরা একটাই বার্তা ওদের দিতে চাই, বাংলা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। দমদম মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা যুব তৃণমূল, যুব মহিলা তৃণমূল, তৃণমূল যুব ছাত্র পরিষদ একসঙ্গে প্রতিবাদ করছি। এই র্যালি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু ওরা যদি কোনও সমস্যা তৈরি করে এখানে, তা হলে আমরা এমন বিক্ষোভ দেখাবো, পরের বার আসার আগে ভয় পাবে।’