এবার পরার পর পোশাক বিক্রি করে দেন দীপিকা, কত টাকায় বেচেন?
deepika padukone sell her all dress after wear onece

নজরবন্দি ব্যুরোঃ সেলিব্রিটিদের জীবনধারন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তাঁরা কি পড়েন? কি খান? কীভাবে চলেন, ফেরেন? তা জানার জন্য মানুষের মনে ভীষণ আগ্রহ। অনেকেই জানেন অনেক সেলিব্রিটিরা এক পোশাক দ্বিতীয়বার পরেননা। তাহলে এত পোশাক তাঁরা কি করেন? সম্প্রতি উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা গেছে দীপিকা পাড়ুকোন একবার পরার পর সেই জামা বিক্রি করে দেন।

আরও পড়ুনঃ ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যদিও এই বিষয়ে একদম আলাদা আলিয়া ভট্ট। তিনি বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বহু জামা বহুবার রিপিট করেন। শুধু জামা নয় জুতো, জামা, ব্যাগ সমস্ত কিছুই রিপিট করেন তিনি। তবে দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে ওঠে এসেছে এক তথ্য। বেশ কয়েক বছর আগে তিনি একটি সাদা রঙের কুর্তি বিক্রির বিজ্ঞাপন দেয়।

এবার পরার পর পোশাক বিক্রি করে দেন দীপিকা, দাম উঠেছিল ১০ হাজার

তথ্য অনুযায়ী ওই চুড়িদারটি তিনি ৮-১০ হাজার টাকায় বিক্রি করেন। এই ঘটনা জানার পরেই ছি ছি পরে গেছে সামাজিক মাধ্যমে। উঠেছে সমালোচনার ঢেউ। অভিনেত্রী ওই পোশাকটি নিলামে দিয়েছিলেন সেটিরই দাম উঠেছিল ১০ হাজার প্রায়।

এবার পরার পর পোশাক বিক্রি করে দেন দীপিকা, দাম উঠেছিল ১০ হাজার

এবার পরার পর পোশাক বিক্রি করে দেন দীপিকা, দাম উঠেছিল ১০ হাজার

কটাক্ষ করে নেটিজেন রা লিখেছেন ‘‘দীপিকা এতটা অমানবিক ভাবতে পারছি না, খুবই নিম্নরুচির পরিচয়।’, ‘‘বলবেন না এই টাকায় সমাজসেবা করবেন।’’, ‘‘আমার মনে হয় জিয়া খানের শেষযাত্রায় যেটা পরেছিলেন সেটা এ রকম দেখতে, তবে একেবারে এক নয়।’’