5th জানুয়ারি, 2026 (সোমবার) - 9:40 পূর্বাহ্ন
12 C
Kolkata

৫ জানুয়ারি রাশিফল: প্রতিকূলতার মাঝেও কি ভাগ্য সহায়? আজ কোন রাশির বাড়তি সতর্কতা জরুরি

আজকের গ্রহ-নক্ষত্রের অবস্থানে কোথাও সুযোগ, কোথাও সাবধানতার বার্তা—দিনের শুরুতেই জেনে নিন আপনার রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জন্মছকের গ্রহ-নক্ষত্রের অবস্থান প্রতিদিনই আমাদের কাজ, সম্পর্ক আর সিদ্ধান্তে প্রভাব ফেলে—এমনটাই মনে করে জ্যোতিষশাস্ত্র। আগাম ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতাই এড়ানো সম্ভব। আজ, ৫ জানুয়ারি, কার জন্য দিনটি শুভ আর কার জন্য সতর্কতার—চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

মেষ

নতুন ও রোমাঞ্চকর ঘটনার ইঙ্গিত। আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকলেও ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা উজ্জ্বল। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে সংযম রাখুন।

বৃষ

আইনি বা পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই বুদ্ধিমানের। পড়াশোনায় অগ্রগতি হলেও পারিবারিক টানাপোড়েন বাড়তে পারে। স্বাস্থ্যে নজর জরুরি।

মিথুন

সম্পত্তি নিয়ে পারিবারিক মতবিরোধের আশঙ্কা। প্রেমে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কর্কট

নতুন প্রেমের শুরু হতে পারে। দাম্পত্য সহযোগিতায় ব্যবসায় সাফল্য। শিক্ষার্থী ও গবেষকদের জন্য দিনটি অনুকূল।

সিংহ

বাড়িতে সুখবর আসার সম্ভাবনা। চাকরিজীবীদের জন্য শুভ সময়। নবদম্পতিদের দাম্পত্যে আনন্দ, বিদেশ যাত্রার যোগও আছে।

কন্যা

কর্মস্থলে সম্পর্ক রক্ষায় সংযম জরুরি। দাম্পত্যে মতানৈক্য এড়ান। চোখ ও কানের সমস্যায় সাবধান থাকুন।

তুলা

পারিবারিক দায়িত্ব বাড়বে, গৃহনির্মাণের পরিকল্পনা এগোতে পারে। প্রলোভন এড়িয়ে চলুন—গোপন শত্রুর তৎপরতা থাকতে পারে।

বৃশ্চিক

অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত। অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানি হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা কমান।

ধনু

নিজস্ব উদ্যোগ বা ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা। পেশাগত সাফল্যের সঙ্গে সন্তানের কৃতিত্বে পরিবারে আনন্দ।

মকর

অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন শুরু করার আদর্শ দিন। অযাচিত সাহায্যে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন।

কুম্ভ

অর্থনৈতিক স্থিতি বজায় থাকবে। তবে ঋণ দেওয়া-নেওয়ায় সতর্কতা প্রয়োজন। সামাজিক অনুষ্ঠানে নতুন সম্পর্কের সূচনা হতে পারে।

মীন

প্রেমে গভীরতা বাড়বে। গবেষণা ও ব্যবসায় লাভের যোগ। উচ্চ রক্তচাপের রোগীরা আজ বিশেষ সতর্ক থাকুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading