নজরবন্দি ব্যুরো: সমুদ্র সৈকত পছন্দ হলে ভ্রমণপ্রেমী মানুষরা অন্তত একবার গোয়া ঘুরতে যেতে চাইবেন। কিন্তু এই স্বপ্নে বাধ সাধে খরচ। ভারতের এই বিলাসবহুল সমুদ্র সৈকতে ছুটি কাটানোর সামর্থ্য অনেকেরই হয় না। তাই বাড়ির পাশে দিঘা, পুরী, মন্দারমণি, গোপালপুর ভরসা। তবে জানেন কি খুব শীঘ্রই দিঘাতেই পাওয়া যাবে গোয়ার আমেজ। পর্যটকদের জন্য আসতে চলেছে বড় চমক।
আরও পড়ুন: ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, চাইলেই ঘুরে আসতে পারেন
কলকাতার কাছেই রয়েছে সমুদ্র সৈকত দিঘা। পূর্ব মেদিনীপুরের এই পর্যটন কেন্দ্র বেশ জনপ্রিয়। দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমে এখানে। তাঁদের আনন্দ এবং বিনোদনের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হল। এবারের নতুন সংযোজন প্রমোদতরী। জানা গিয়েছে, হলদিয়া ডেভলপমেন্ট অথারিটির তরফ থেকে এমভি নিবেদিতা নামের একটি প্রমোদতরী দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রমোদতরীর সাহায্যেই পর্যটকরা অন্য ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
জানা গিয়েছে, এমভি নিবেদিতা নামের ওই প্রমোদতরী সমুদ্রপথে দিঘা মেরিন ড্রাইভ থেকে শৌলা পর্যন্ত ২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে। প্রমোদতরীতে বসেই দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। সমুদ্র যাত্রার অভিজ্ঞতার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে বিশেষ বিনোদনের ব্যবস্থা। পেটপুজো করার জন্য রয়েছে রেস্তোরাঁ। প্রমোদতরীতে দেখানো হবে বিভিন্নরকম সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই প্রমোদতরী শংকরপুরের কাছে কালীমন্দির সংলগ্ন বিচ থেকে ছাড়বে। পর্যটকদের বিভিন্ন খাড়ি ঘুরে দেখানো হবে। ২৯ কিলোমিটার যাত্রা অতিক্রম করে শৌলা পর্যন্ত যাবে । বিভিন্ন অনুষ্ঠান কিংবা ব্যাক্তিগত কোনো পার্টির জন্য পর্যটকরা এই প্রমোদতরী ভাড়া নিতে পারবেন বলেও জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের পুজোর আগেই দিঘায় এই পরিষেবা চালু হয়ে যাবে। তবে এর ভাড়া কত হবে এবং কীভাবে টিকিট বুকিং করা যাবে তা এখনও স্পষ্ট জানানো হয়নি।
দিঘায় এবার গোয়ার আমেজ, পর্যটকদের জন্য বড় চমক
