Travel: ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, চাইলেই ঘুরে আসতে পারেন

ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, চাইলেই ঘুরে আসতে পারেন

নজরবন্দি ব্যুরো: ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বিভিন্নভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে। দুই দেশের বহু ভ্রমণপ্রিয় মানুষ এপার-ওপার করেন। তবে জানেন কি ভারতের মধ্যেই একটি বাংলাদেশ রয়েছে। এর পিছনে রয়েছে একটি কাহিনী। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: ভিসা-পাসপোর্ট ছাড়াই ঘুরে আসুন মালদ্বীপ, অল্প খরচে কাটান লম্বা ছুটি

১৯৪৭ এর দেশভাগের পর বহু মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। এদিকে পকিস্তান বাহিনীর অত্যাচারে বাংলাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচার চলছিল বাংলাদেশে সেইসময়ে কাশ্মীরের জুরিমন গ্রামে আগুন লেগে যায়। আশ্রয়হীন হয়ে পড়ে বহু মানুষ। ওই বছরই নতুন রাষ্ট্র বাংলাদেশ গড়ে ওঠে। এই নাম মিলিয়েই কাশ্মীরের গ্রামের নাম রাখা হয় ‘বাংলাদেশ’।

ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, কাশ্মীরে পাবেন সেই খোঁজ

কাশ্মীরের বান্ডিপুরা জেলায় অবস্থিত ছোট্ট গ্রাম ‘বাংলাদেশ’। পাকিস্তান সীমান্তের খুব কাছেই রয়েছে এটি।শুরুতে পাঁচ-ছয়টি বাড়ি থাকলেও এখন প্রায় ৬০-৭০ টি বাড়ি তৈরি হয়েছে। এই গ্রামে বসতি রয়েছে প্রায় ৩০০ জন লোকের। অধিকাংশের প্রধান জীবিকা জীবাণু চাষবাস এবং পশুপালন। ১৯৭১ সালের আগে কাশ্মীরের ‘বাংলাদেশ’-এর কোনও অস্তিত্ব ছিল না। ২০১০ সালে বান্ডিপুরা জেলা প্রশাসনের তরফে এই গ্রামটিকে মর্যাদা দেওয়া হয়। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়।

ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, কাশ্মীরে পাবেন সেই খোঁজ
ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, কাশ্মীরে পাবেন সেই খোঁজ

শ্রীনগর থেকে বান্ডিপুরা জেলার দূরত্ব ৮০ কিলোমিটার। জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্পে বিশেষ ভূমিকা পালন করছে এই গ্রামটি। উলার হ্রদের টানেই পর্যটকদের ভিড় জমে। সবুজ বাগিয়াল, উঁচু পর্বত ভারতের বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে এখানে চলে আসতেই পারেন।

ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, কাশ্মীরে পাবেন সেই খোঁজ

ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, কাশ্মীরে পাবেন সেই খোঁজ
ভারতের মধ্যেই রয়েছে এক টুকরো বাংলাদেশ, কাশ্মীরে পাবেন সেই খোঁজ