নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন ধরেই একটু একটু করে নিচের দিকে নামছিল দেশের করোনা গ্রাফ। আজ রবিবার সেটা বেশ খানিকটা নিচে নামলো। সেই সঙ্গে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল এক লক্ষের নিচে। যা চিকিৎসকদের কাছে ভাল খবর বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ, তৃণমূলে অভিষেক দাওয়াই
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৩ হাজারের বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৯৯ হাজার ৮৭৯ জন।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৩২। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ২১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। অপর দিকে করোনা আটকানোর এক মাত্র সম্বল হল টিকা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটি ৬৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।

কমলো দেশের দৈনিক সংক্রমণ, অ্যাকটিভ কেসও নিম্নমুখী
গতকাল দেশে ৩ লক্ষ ৭ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুমের আগে দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়াতে সস্থির নিশ্বাস ফেলছেন চিকিৎসক থেকে আম জনতা।