Corona virus: করোনার ত্রাস বিষাক্ত গাজর, জানালেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ  বিষেই কি লুকিয়ে রয়েছে বিষক্ষয়ের বীজ? তেমনই ইঙ্গিত দিল বিশেষ প্রজাতির বিষাক্ত গাজর (‘ডেডলি ক্যারট্‌স’) গাছের দেহে থাকা একটি প্রোটিন। গবেষণাগারে দেখাগিয়েছে, সেই ভেষজ প্রোটিন রুখে দিতে পারে ডেল্টা-সহ করোনাভাইরাসের সব ক’টি রূপ (‘ভেরিয়্যান্ট’) ও প্রজাতি (স্ট্রেন)-র সংক্রমণ।

আরও পড়ুনঃ পুরভোটে শক্তি পরীক্ষা, জোট ভেঙে ১৩০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ক্লিনিক্যাল ট্রায়ালে উতরে গেলে এই ভেষজ প্রোটিন আগামী দিনে কোভিড চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কারের পথ খুলে দিতে পারে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ভাইরুলেন্স’-এ। গবেষকরা কাজটি করেছেন গবেষণাগারে বিশেষ ধরনের দ্রবণে কৃত্রিম ভাবে তৈরি করা কোষের উপর। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘কালচার্ড সেল’।

গাজর গাছের বিশেষ একটি প্রজাতি, যা ডেডলি ক্যারট্‌স নামে পরিচিত, তাদেরই দেহে থাকে এই বিশেষ ধরনের প্রোটিন। যার নাম ‘থ্যাপ্‌সিগারগিন’। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি গবেষণাপত্র দেখিয়েছিল এই প্রোটিন কোষে ভাইরাসকে ঢুকতে দেয় না।

মূল গবেষক ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন-চাও চাং বলেছেন, ‘‘বিষয়টি দেখার জন্য কোভিডে সংক্রমিত হয়নি এবং সংক্রমিত হয়েছে এমন দু’ধরনের কালচার্ড কোষেই দেওয়া হয়েছিল ভেষজ প্রোটিন থ্যাপ্‌সিগারগিন। দেখা গিয়েছে, করোনার সব ক’টি রূপ ও প্রজাতিকে রুখে দেওয়ার ক্ষেত্রে ৯৫ শতাংশ সফল হয়েছে এই ভেষজ প্রোটিন। এমনকি যখন করোনার দু’টি রূপ একই সঙ্গে সংক্রমণ ঘটাচ্ছে (যেমন, আলফা-বিটা, আলফা-ডেল্টা বা বিটা-ডেল্টা) তখনও তাদের অবলীলায় রুখে দিতে পারছে থ্যাপ্‌সিগারগিন।’’

করোনার ত্রাস বিষাক্ত গাজর, জানালেন বিশেষজ্ঞরা

করোনার ত্রাস বিষাক্ত গাজর, জানালেন বিশেষজ্ঞরা
করোনার ত্রাস বিষাক্ত গাজর, জানালেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের বক্তব্য, করোনাভাইরাসের নিত্যনতুন রূপের খবর জানা যাচ্ছে। তাই এই ভেষজ প্রোটিন সেই নতুন রূপগুলি রুখতেও কতটা কার্যকর হচ্ছে তা দেখতে হবে। চালাতে হবে ক্লিনিক্যাল ট্রায়ালও। কারণ এই প্রোটিনটি নেওয়া হয়েছে বিষাক্ত প্রজাতির একটি গাজর গাছ থেকে। তাই এর কোনও ক্ষতিকর প্রভাব মানবদেহে পড়তে পারে কি না, তাও পরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের

আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের

আর মাত্র ৩ দিন পর দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট। যে কারণে একেবারে শেষলগ্নে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সেখানেরই বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
'বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন', লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

২০২১-এর বিধানসভা নির্বাচনে করোনার সময় এই বাংলা বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আট দফায় নির্বাচন করেছিল। ২৪-এ যেখানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসমে এক-দু দফায় ভোট হচ্ছে। সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত পরিযায়ী পাখিরা বাংলায় এসে প্রচার করতে পারে।
যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!

যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক। আর এবার কিন্তু রাজ্যের মানুষ সাক্ষী থাকতে চলেছে চাকরিহারাদের ধর্নার। রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে।
পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চা অনেক দিন হল খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। বিনয় তাঁর গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেন। তার পর সোমবার রাতে এক প্রস্ত ভার্চুয়াল বৈঠকে কোর কমিটি তাঁকে দায়িত্ব দেয় সিদ্ধান্ত নেওয়ার। বিনয়ের কথায়, ‘‘সংগঠনের নেতারা আমার উপর দায়িত্ব ন্যস্ত করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, তৃণমূল ছাড়া যাকে খুশি সমর্থন করা যেতে পারে।’’
কমিশনের সতর্কবার্তাকে থোরাই কেয়ার! ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের

কমিশনের সতর্কবার্তাকে থোরাই কেয়ার! ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লস্কর জঙ্গির নজরদারি ইস্যুতে রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই নিরাপত্তাহীনতার দায় তাঁদের উপরেই চাপালেন দিলীপ ঘোষ।

Lifestyle and More...