নজরবন্দি ব্যুরোঃ কলকাতার ২৮তম চলচিত্র উৎসবের উদ্বোধনে ‘গেরুয়া…’ গানটি গাওয়ার পর বিতর্কে জড়িয়েছিলেন অরিজিৎ সিং। তাই ইকো পার্কে তাঁর কনসার্ট বাতিলের পর রাজ্য রাজনৈতিক মহলে কার্যত আলোড়ন পড়ে গিয়েছিল। বিজেপির তরফে এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছিল রাজ্য সরকারের দিকে। ‘গেরুয়া…’ গান গাওয়ার জন্যই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছিল বিজেপির তরফ থেকে। যদিও তা উড়িয়ে দিয়েছিলেন হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
আরও পড়ুনঃ কুয়াশায় লুকিয়ে কাঞ্চনজঙ্ঘা, দেখা নেই শীতের, এদিকে বৃষ্টির পুর্বাভাস রাজ্যজুড়ে
তিনি স্পষ্ট বলেছিলেন, সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার অরিজিৎ সিংয়ের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে সোমবার প্রশাসনিক বৈঠক করেন তিনি। এদিন হাসপাতাল তৈরির জন্য গায়ককে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অরিজিৎ খুব ভালো গান করে। ও গোটা বিশ্বের গর্ব। ও বলেছিল, আমি জঙ্গিপুরে একটি হাসপাতাল করতে চাই। আমি ওকে বলছি, তুমি এগিয়ে চল। যা যা সাহায্য লাগবে আমরা করব। তুমি এগিয়ে এস। ও মা মাটির মানুষের লোক। মাটিতে চলার লোক। ওর কোনও অহংকার নেই। ওই গুণই ওর সবথেকে বড় অহংকার।’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং। তিনি প্রথমে মঞ্চে উঠতে চাননি। পরে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি মঞ্চে ওঠেন। তাঁকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন উপস্থিত সকলেই। প্রথমে তিনি ‘বোঝে না সে বোঝে না…’ গানটি গান। এরপর মঞ্চে উপস্থিত শাহরুখ খানের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর সঙ্গে শেষ সিনেমায় গাওয়া ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গান তিনি।
‘ও মা মাটির মানুষের লোক অরিজিৎ…’, তাই তাঁকে হাসপাতাল গড়তে সাহায্য করবেন মমতা

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কলকাতায় অরিজিৎ সিংয়ের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইকো পার্কে। কিন্তু, হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, জি ২০ সামিটের জন্য সেই সময় সুরক্ষা দেওয়া সম্ভব নয়। অনুষ্ঠানের জন্য অগ্রিমও ফেরত দেওয়া হয়। আয়োজকরা লিখিত অনুমতির অপেক্ষা না করেই কীভাবে টিকিট বিক্রি শুরু করলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বিকল্প হিসেবে নিকো পার্ককে এই কনসার্টের জন্য বেছে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছিল।