প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, পাশের হার ৮৭.৩৩ শতাংশ
CBSE Class 12 Result Declared

নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর ফলাফল। এবারের সিবিএস-ই দ্বাদশ শ্রেণীর পাশের হার ৮৭.৩৩ শতাংশ। যদিও এখনও পর্যন্ত সিবিএস-র পক্ষ থেকে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। তাছাড়াও ১ম, ২য়, ৩য় বিভাগের কতজন পরীক্ষার্থীরা পাশ করেছেন সেই সব সংক্রান্ত বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Weather Update: গরমে পুড়ছে বাংলা! দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা…

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই আয়োজিত হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এবছরে মোট পরীক্ষার্থীর ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন। তাঁদের মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছে।

প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, আয়োজিত হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়
প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, আয়োজিত হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়

সিবিএসই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে পরিক্ষা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি না হয়, সেই কারণে এখন মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। পাশাপাশি ১ম, ২য়, ৩য় বিভাগের কতজন পরীক্ষার্থীরা পাশ করেছেন সেই সব সংক্রান্ত বিষয়ে কিছু জানানো হয়নি। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের মধ্যে কে কে কোনও বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, সেই সংক্রান্ত ব্যাপারে ০.১ শতাংশ পড়ুয়াকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।

প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, আয়োজিত হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়

কীভাবে আপনি সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল দেখবেন?

১, প্রথমেই পড়ুয়াদের সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in- এ গিয়ে লগ অন করতে হবে। ২, এবার পড়ুয়াদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, স্কুলের নম্বর বসাতে হবে। ৩, সাবমিট অপশনে ক্লিক করলেই পরীক্ষার ফলাফল দেখা যাবে।

প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, আয়োজিত হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়

প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফল, আয়োজিত হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়