Coal Smuggling: সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, কয়লা পাচারকাণ্ডে রাঘব বোয়ালদের নাম

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালের নভেম্বর মাসে কয়লা পাচার মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল সিবিআই। এবার সেই মামলায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোলের বিশেষ আদালতে বিচারপতি রাজেশ চক্রবর্তীর এজলাসে চার্জশিট জমা পড়েছে। সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন রয়েছে।

আরও পড়ুনঃ Raj Chakraborty: বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

সিবিআই সূত্রে খবর, চার্জশিটে রয়েছে অনুপ মাঝি ওরফে লালার নাম। এছাড়াও রয়েছে নয় মিশ্র, বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নিরোধ মণ্ডল, নারায়ণ নন্দাদের নাম। একইসঙ্গে যে আট জন ইসিএলের আধিকারিকদের সিবিআই গ্রেফতার করেছে, তাঁদের নামও উল্লেখ রয়েছে। রয়েছে আসানসোল দুর্গাপুরের দশটি বেসরকারি কারখানার ডিরেক্টরদের নাম। সিবিআই সূত্রে খবর, পরবর্তীতে আরও অনেকজনের নাম যুক্ত হবে।

সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 
সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 

সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, যারা জেলে রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন, সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। সেইসঙ্গে ৪১ জনের বাইরে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এখনও ১৫ জন কয়লা মাফিয়াদের নাম রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা, এই মুহুর্তে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন। সেকারণে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না। সিবিআইইয়ের হাত থেকে বাঁচতে পলাতক বিনয় মিশ্র। ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 

সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 
সিবিআইয়ের চার্জশিটে ৪১ জন, ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 

সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্র-সহ চারজনের নামে ‘ওপেন এনডেড ননবেলেব্যাল ওয়ারেন্ট’ জারি করা হয়। বিনয় মিশ্রের পাশাপাশি রত্নেশ্বর ভার্মা, নীরজ সিং ও অমিত সিংয়ের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সকলেই এখনও সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এমনটাই খবর সিবিআই সূত্রে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

Lifestyle and More...