BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প টাকায় আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা

নজরবন্দি ব্যুরো: টেলিকম ইন্ডাস্ট্রিতে ভারতের অন্যতম পুরনো সংস্থা বিএসএনএল। একসময় বিপুল জনপ্রিয়তা থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের পছন্দ পাল্টেছে। জিও, এয়ারটেলের মত টেলিকম সংস্থার আকর্ষণীয় অফারের ভিড়ে কার্যত হারিয়ে গিয়েছে তারা। তবে এবার বিএসএনএল ময়দানে নামছে। বাজারে নিয়ে এল এক ধামাকা প্ল্যান। ১০০ টাকারও কমে আকর্ষণীয় পরিষেবা পাবে গ্রাহকরা।

আরও পড়ুন: ইডির তল্লাশির মাঝেই বিজয়ার শুভেচ্ছা, মিষ্টি হাতে সল্টলেকে জ্যোতিপ্রিয়র বাড়িতে সব্যসাচী

পুজোর মরশুমে মাত্র ৮৭ টাকার প্ল্যান নিয়ে এল টেলিকম সংস্থা। এয়ারটেলের ১৫৫ টাকার প্ল্যানের চেয়েও অনেক বেশি কার্যকরী এই প্ল্যান। বিএসএনএলের এই প্ল্যানে ১৪ দিনের ভ্যালিডিটিতে পাওয়া যাবে আনলিমিটেড কল ও দৈনিক ১ জিবি নেট। অর্থাৎ ব্যবহারকারীরা মোট ১৪ জিবি ডেটা পাবেন। তবে যে সমস্ত গ্রাহকরা অধিক ডেটা ব্যবহার করতে চান তাঁরা ৯৭ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। যার ভ্যালিডিটি ১৫ দিন এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩০ জিবি ডেটা সুবিধা পাবেন এছাড়াও এসএমএস-এর বিশেষ সুবিধা পাওয়া যাবে।

BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প টাকায় আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা

এদিকে এয়ারটেল টেলিকম সংস্থা তাদের এন্ট্রি লেভেল প্ল্যানের দাম বাড়িয়ে ১৫৫ টাকা করেছে। এই বিশেষ প্ল্যানে তারা দিচ্ছে ১৫৫ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিংয়ের সুবিধা। এছাড়া ফ্রি উইঙ্ক মিউজিক ও ফ্রি হ্যালোটিউনসের সুবিধাও পাবেন।

BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প টাকায় আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা

উৎসবের মরশুমে সব টেলিকম সংস্থাই চাইছে আকর্ষণীয় প্ল্যান দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে। পিছিয়ে নেই বিএসএনএল। আপনি যদি নতুন কোনও সিম কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে বেছে নিতে পারেন বিএসএনএল। কিংবা আপনি যদি এই টেলিকম সংস্থার গ্রাহক হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য সোনায় সোহাগা।

BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প খরচে আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা

BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প টাকায় আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা
BSNL-এর ধামাকা প্ল্যান এবার ১০০ টাকার কমে, অল্প টাকায় আকর্ষণীয় পরিষেবা পাবেন গ্রাহকরা