নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত, সেই কারনেই কি সম্পর্ক ভাঙলেন কৌশানী?
Breakup rumors about bonny and koushani

নজরবন্দি ব্যুরোঃ ফের টলিউডে বিচ্ছেদের গুঞ্জন। এবার গুঞ্জন শোনা যাচ্ছে বনি এবং কৌশানীর সম্পর্ক নিয়ে। এখন টলিউডের সবচেয়ে আলোচ্য অভিনেতার মধ্যে রয়েছেন বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত। সেই কারনেই নাকি কৌশানী তারসাথে সম্পর্ক শেষ করলেন এমনটাই শোনা যাছে কানাঘুষো টলিপাড়ায়।

আরও পড়ুনঃ 95th oskar: অস্কারের মঞ্চে সেরার মুকুট ভারতের, সেরা পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে প্রায়ই হাজিরা দিতে হচ্ছে অভিনেতা বনি সেনগুপ্তকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়েছেন বনি। ৪০ লক্ষ্ দামের একটি গাড়িও কিনেছিলেন তিনি।  সেই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন বনির বান্ধবী তৃণমূল নেত্রী কৌশানী মুখ্যোপাধ্যায় ও।

Bonny-Koushani breakup: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত, সেই কারনেই কি সম্পর্ক ভাঙলেন কৌশানী?
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত,  সেই নিয়ে মনমালিন্য কৌশানীর সঙ্গে

বনির গাড়ি কেনা নিয়ে প্রশ্ন করা হলে কৌশানীর জবাব দেন, বনি এত সফল অভিনেতা, একটা গাড়ি কিনতে পারেন না! গাড়ি কেনার টাকা কুন্তলের থেকে নিয়েছিলেন সেটা তিনি জানতেন না, তিনি এও বলেন যে বনির কাজ এবং যাবতীয় সিনেমার ব্যাপারে তার বাবা মা জানেন তার সাথে বনির শুধু মাত্র ব্যাক্তিগত সম্পর্ক এই ব্যাপারে তিনি কিছুই জানেননা। তাকে এই বিষয়ে প্রশ্ন করায় তিনি ভীষণ ক্ষুব্ধ ও হয়।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত,  সেই নিয়ে মনমালিন্য কৌশানীর সঙ্গে

Bonny-Koushani breakup: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত, সেই কারনেই কি সম্পর্ক ভাঙলেন কৌশানী?
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বনি সেনগুপ্ত,  সেই নিয়ে মনমালিন্য কৌশানীর সঙ্গে

এই ঘটনার জেরে দুজনের মধ্যে নাকি বিচ্ছেদ হয়েছে এমনটা সামনে আসে। তবে বনি এবং কৌশানী দুজনেই এই ঘটনাটিকে গুজব বলে আখ্যা দেন। বনি জানান এখনও অবধি এমন কিছু ঘটেনি তবে যদি কিছু ঘটে তাহলে টা তারা সামনে আনবে কারোর কাছে লুকিয়ে রাখবেনা, সেটি নেগেটিভ হোক বা পজেটিভ। তবে কৌশানী স্বীকার করেন যে তাদের মধ্যে এখন কথা বলা বন্ধ রয়েছে তিনি এখন একটু একা থাকতে চায়, যা ঘটছে সেটা তিনি মেনে নিতে পারছেননা।