অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দল ঘোষণা বোর্ডের, প্রথম ম্যাচে নেই রোহিত
board announced the one-day team against Australia

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি টেস্ট জেতার দিনেই আগামী আরও ২টি টেস্টের ও এক দিনের দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। তবে মুম্বাইতে প্রথম এক দিনের দলে নেই অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গাতে অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া।

বোর্ডের তরফে জানানো হয়েছে পারিবারিক কারণে মুম্বাইতে ঘরের মাঠে খেলবেন না রোহিত। একদিনের দলে আছেন, সাত ব্যাটার, চার অলরাউন্ডার ও সাত বোলার। ব্যাটাররা হলেন— রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল ও ঈশান কিশন।

চার অলরাউন্ডার হলেন— হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল। সাত বোলার হলেন— কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়, উমরান মালিক, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দল ঘোষণা বোর্ডের, প্রথম ম্যাচে নেই রোহিত

২ টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।