নজরবন্দি ব্যুরো:তোলপাড় রাজ্য রাজনীতি। প্রথমে পার্থ চ্যাটার্জি এবং তারপর অনুব্রত মন্ডলের গ্রেফতা করলো সিবিআই। রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিল বঙ্গ বিজেপি। আজ প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দেন। নবান্ন অভিযানে বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন আত্মবিশ্বাসী যে বিরোধীদের এই কর্মসূচি মোটেও সফল হবে না তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি জানান।
আরও পড়ুন:আগামী দিনে হতে চলেছে ভারতীয় রেলের আমূল পরিবর্তন, এখন থেকেই তৈরি নীলনকশা
গতকালই সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মন্ডল। দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে নিজেদের গাড়িতে তোলেন সিবিআই আধিকারিকরা।এদিন সিবিআইয়ের বিশাল টিম বোলপুরে গিয়ে তাঁর বাড়ি ঘিরে ফেলে। বাড়ির দরজায় মোতায়েন করা হয়েছিল সিআরপিএফ। কিছুক্ষণ পরই তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, দশবার তাঁকে সিবিআই তলব করেছিল। কিন্তু চিকিত্সার অজুহাতে তিনি বারবারই হাজিরা এড়িয়েছেন।অনুব্রতকে গ্রেপ্তারির পরই রাস্তায় নেমে প্রতিবাদে শামিল পদ্মশিবির। রাজ্যের বিভিন্ন জায়গায় গুড় বাতাসা বিলি করে বিজেপি। ঢাক বাজাতেও দেখা গিয়েছে কর্মী-সমর্থকদের। উত্তর ২৪ পরগনার বনগাঁর রামনগর রোড এলাকায় সাধারণ মানুষের মধ্যে গুড় বাতাসা বিলি করা হয়।
তৃণমূলের দুর্নীতির অভিযোগে ৭ই সেপ্টেম্বর নবান্ন অভিযান বিজেপির!

অন্যদিকে শিক্ষক নিয়োগের দুর্নীতি জন্য বর্তমানে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী। তাঁর বন্ধু অর্পিতা মুখার্জী বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলা, সবকিছু নিয়েই এবার পথে নামছে বিজেপি।