Mamata Banerjee: বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, দীঘায় বিস্ফোরক মমতা
Mamata Banerjee attacks BJP

নজরবন্দি ব্যুরোঃ শিবপুরের পরে রিষড়া। গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনাকে ঘিরে গত কয়েক দিন ধরে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি এবং তৃণমূল। মঙ্গলবার দীঘার কর্মীসভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে।

আরও পড়ুনঃ Sougata Roy: গোটা ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষ যাওয়ার পরেই, রাজ্যপালের ভূমিকা নিয়ে সমালোচনায় সৌগত

Mamata Banerjee: বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, দীঘায় বিস্ফোরক মমতা

এই মুহুর্তে পূর্ব মেদিনীপুর সফর রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কর্মীসভা থেকে তিনি বলেন, সারাক্ষণ আমায় পড়ে থাকতে হয়। কখন বিজেপি গিয়ে দাঙ্গা করবে। এরা বোঝে না, বাংলার মানুষ দাঙ্গা ভালবাসে না। মানুষ দাঙ্গা করে না। বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে। এটা ক্রিমিনালদের নিয়ে অশান্তি করা।

Mamata Banerjee: বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, দীঘায় বিস্ফোরক মমতা
বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, শিবপুর ও রিষড়ার ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার

একইসঙ্গে শিবপুরে বন্দুকধারী যে ছেলেটির ছবি ভাইরাল হয়েছিল, তাঁকে গ্রেফতার করে সিআইডির হাতে তুলে দিয়েছে হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ছেলেটার ছবি আপনারা দেখছেন সে  বন্দুক নিয়ে নৃত্য করছে রাম-নবমীর মিছিলে। রাম কখনও এমন বলেনি।  এমনকি মুখ্যমন্ত্রী বলেন, যে ছেলেটাকে বন্দুক নৃত্য করতে দেখা গিয়েছিল, তাঁকে মুঙ্গের থেকে আনা হয়েছে।

বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, শিবপুর ও রিষড়ার ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার 

Mamata Banerjee: বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, দীঘায় বিস্ফোরক মমতা
বিজেপি দাঙ্গা করার জন্য গুন্ডা ভাড়া করে, শিবপুর ও রিষড়ার ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার

অন্যদিকে, গতকালের পর থেকে ফের উত্তপ্ত হয়ে রয়েছে রিষড়া। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর বাতিল করে রিষড়ায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে রাজ্যপাল বলেন, গত কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনা ঘটছে, তা আমাদের সকলের জানা। আমরা কখনওই সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করতে দেব না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। বাংলার মানুষ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে না। যে কোনও মূল্যেই শান্তি নিশ্চিত করা হবে।