Midnight Police: গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ফের জুলুমের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। হ্যাঁ, ঠিকই দেখেছেন। গভীর রাতে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। তাদেরকে ৩ হাজার টাকা জরিমানা করা হল। কারণ কি শুধু রাতের রাস্তায় ঘোরা? কলকাতার পর এবার অভিযগের ঘটনা  বেঙ্গালুরুতে। যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। গভীর রাতে হেঁটে বাড়ি ফেরার জন্য বড় শাস্তি পেতে হল এক দম্পতিকে।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রিমার, নিয়ে এলেন মমতার বার্তা

অভিযোগ, মাঝরাতে রাস্তায় ‘হাঁটার অপরাধে’ এক দম্পতিকে ৩ হাজার টাকা জরিমানা করেন পুলিশকর্মীরা। পরে অবশ্য ১ হাজার টাকায় বিষয়টি মিটিয়ে নেওয়া হয়। কিন্তু রাতের রাস্তায় দুজন প্রাপ্তবয়স্ক হাঁটতে পারবেন না, এমন নিয়ম কোথায় আছে? এই প্রশ্নেই তোলপাড় শুরু কর্নাটক-সহ দেশের নানা প্রান্তে। খবর ছড়াতেই তদন্ত শুরু করা হয়। যে থানা এলাকায় ঘটনাটি ঘটেছে সেই সমপিঘেয়াল্লি পুলিশ স্টেশনের হেড কনস্টেবল ও এক কনস্টেবলকে সাসপেন্ডও করা হয়েছে।

গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা
গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

সূত্রের খবর, প্রথমে ওই দম্পতিকে জরিমানা বাবদ ৩ হাজার টাকা ধার্য করেছিলেন ওই দুই পুলিশকর্মী। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন। পরে জরিমানা বাবদ ১ হাজার টাকা দিতে বাধ্য হন পত্রী দম্পতি। অভিযোগ, জরিমানার টাকা নেওয়ার পাশাপাশি দম্পতির একটি মোবাইলও ছিনিয়ে নিয়েছে দুই পুলিশকর্মী। মর্মান্তিক এই ঘটনা সোশাল মিডিয়ায় শেয়ার করেন ভুক্তভোগী কার্তিক পত্রী। জরিমানার টাকা না দিলে, ওই দুই পুলিশ কর্মী ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও জানান তিনি।

হইচই শুরু কার্তিক পাত্রি নামে এক যুবক ট্যুইট ঘিরে। বেঙ্গালুরু সিটি কমিশনার অফ পুলিশের সাহায্য় চেয়ে তাঁদের ভোগান্তির কথা ট্যুইট করেন কার্তিক। এমন কোনও নিয়মের কথা তাঁরা জানতেন না সেটিও স্পষ্ট লিখেছেন কার্তিক। এদিকে রাতবিরেতে অশান্তি বাড়াতে না চেয়ে নম্রভাবে ‘ক্ষমা’ চান পুলিশকর্মীদের কাছে। তারপরেও কিছু সুভল হয়নি। অভিযোগ, তাঁদের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা চাওয়া হয়।

কার্তিকের লেখায়, ‘বুঝতেই পারছিলাম কোনও নিরীহ মানুষকে আটকে অর্থ বের করার ছক ছিল ওঁদের। আমরা স্রেফ ওঁদের খপ্পরে পড়ে গিয়েছি। যতই ওঁদের অনুনয়-বিনয় করছিলাম, ততই ওঁরা খারাপ ব্যবহার করেন। এমনকি গ্রেফতারির হুমকিও দেন।’ বিপদ ভেবে তখন কাঁদতে শুরু করে দিয়েছেন কার্তিকের স্ত্রী। এই অবস্থায় হয়তো অন্য কোনও প্রমাদ গুণেছিলেন অভিযুক্তরা, ধারণা যুবকের। তাঁর মতে, কোনও মহিলাকে হেনস্থার অভিযোগে ফেঁসে যাওয়ার ভয়ে তাঁরা সুর নরম করেন।

গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা
গভীর রাতে রাস্তায় ঘুরলেই ধরবে পুলিশ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

কার্তিককে আলাদা ডেকে বলেন, ১ হাজার টাকা দিলেই বিষয়টি মিটে যাবে। অত টাকা সেই সময় নগদ ছিল না দম্পতির কাছে। শেষমেশ PayTM QR code-র মাধ্যমে টাকা মেটান তাঁরা, দাবি দম্পতির। গোটা বিষয়টি যে ভাবে ট্যুইটারে তাঁরা পোস্ট করেছেন, তাতে পুলিশের তরফ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে কার্তিককে। সঙ্গে আশ্বাস, অভিযুক্তদের চিহ্নিত করা হবে। এবং এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারজন্য পুলিশকে সতর্ক করে দেন ডিএসপি অনুপ শেট্টি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া আজ কলকাকা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা।
ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।”
ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

সোমবারই পান্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাম এবং বিজেপি তৃণমূলকে তোপ দেগেছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।

Lifestyle and More...