নজরবন্দি ব্যুরো: ফের সামনে এল এক নিন্দনীয় ঘটনা সামনে এল! হাসপাতাল সহকর্মীর দ্বারা শ্লীলতাহানির শিকার হলেন অন্য এক ডাক্তার। বৃহস্পতিবার শ্লীলতাহানির অভিযোগ আরজিকর হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে! এই ঘটনায় টালা থানায় দায়ের হয়েছে অভিযোগ হয়েছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Abhishek Banerjee: জনগণের সিদ্ধান্তকে না মালনেই বহিষ্কার! ফের দলীয় কর্মীদের সতর্ক করলেন অভিষেক
প্রসঙ্গত, এর আগেও একবার ওই হাসপাতালে ১৮ বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির স্বীকার হতে হয়েছিল! তাছাড়াও গতকাল ওই হাসপাতালের এক মহিলা অভিযোগ তুলেছিল নিরাপত্তারক্ষীর দিকে। যদিও ওই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। কিন্তু একের পর এক ঘটনায় রীতিমত শোরগোল ছড়িয়েছে গোটা হাসপাতালে।
জানা যাচ্ছে, আরজিকর হাসপাতালে কর্মরত এক চিকিৎসক টালা থানার পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করান। আর এই অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই ঘটনায় জানা গিয়েছে, কর্মরত অবস্থাতেই এক রোগীর পরিবারের সদস্যের শ্লীলতাহানি করে হাসপাতালেরই এক নিরাপত্তারক্ষী। যদিও এ ঘটনায় পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে আর জি কর হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে আসে ১৮ বছরের এক কিশোরী। আর হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মীর হাতে শ্লীলতাহানির শিকার হয় ওই কিশোরীকে। যদিওবা সেই ঘটনায় পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ! তারপরেও একের পর এক ঘটনা ঘটে! এই সব ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগ উঠেছে!