নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক সাফল্যের পর চলতি মাসের শুরুতেই ভারতে তৈরি প্রথম সৌরযান আদিত্য এল ১ উৎক্ষেপণ করে ইসরো। বৃহস্পতিবার গভীর রাতেই মহাকাশযানটি চতুর্থ বার কক্ষপথ বদল করে। তিনদিনের মাথায় আদিত্য সেই চতুর্থ কক্ষপথ পেরিয়ে সূর্যের আরও কাছে এগিয়ে গেল। এরফলে পৃথিবীর সঙ্গে এর দূরত্ব ক্রমশ বাড়ছে। তবে ইতিমধ্যেই আদিত্য এল-১ বৈজ্ঞানিক তথ্য পাঠাতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, মরিশাস, বেঙ্গালুরু, পোর্ট ব্লেয়ারে তাদের ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে। সেখান থেকেই আদিত্যকে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে সৌরযানের দূরত্ব ১ লক্ষ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার। আদিত্য এল-১ এর আগেও কক্ষপথ পরিবর্তন করেছে। গত ৩, ৫ ও ১০ সেপ্টেম্বর একের পর এক কক্ষপথ পরিবর্তন করে মহাকাশযান। আগামী ১৯ সেপ্টেম্বর দুপুরে কক্ষপথ পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়া হবে।

 সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য

সোমবার টুইটে ইসরো জানিয়েছে, ‘আদিত্য এল-১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। STEPS যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে।’

সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে রওনা দেয় আদিত্য। ইসরো জানিয়েছিল, মহাকাশযানটিকে সূর্য-পৃথিবীর মধ্যে একটি ‘হ্যালো’ কক্ষপথের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে স্থাপন করা হবে। এটি সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছাবে মহাকাশযানটি। সময় লাগবে প্রায় ১২৫ দিন। সূত্রে খবর, আদিত্য এল-১ উৎক্ষেপণের প্রায় ১৬ দিন পৃথিবীর চতুর্দিকে পাক খাবে আদিত্য এল১। এই ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে আদিত্য। এরপর ১১০ দিন সূর্যের অভিমুখে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে।

সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য

 সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য
সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য